promotional_ad

ভেটরির অবসর সময় কাজে লাগাচ্ছে বিসিবি

ছবিঃ বিসিবি, রতন গোমেজ
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে কাজ করবেন ড্যানিয়েল ভেটোরি। শুরুর দিকের চুক্তি মোতাবেক স্পিন বোলিং কোচকে সর্বমোট ১০০ দিনের জন্য পাচ্ছে বাংলাদেশ।


মাঝে জানা যায় নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়কের সঙ্গে চুক্তিতে পরিবর্তন আনার পরিকল্পনায় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শেষ পর্যন্ত অবশ্য সেটাই হয়েছে।নিউজিল্যান্ডের সাবেক এই স্পিনারকে আরো বেশি সময় দেশীয় স্পিনারদের অনুশীলনে চেয়েছিল বোর্ড।



promotional_ad

বিসিবির এই পরিকল্পনা ভালোও লেগেছিল ভেটরির। বুধবার এই পরিবর্তিত চুক্তির প্রথম ধাপের দেখা মেলে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। বেলা ২টা থেকে জাতীয় দলের বাইরে থাকা ৪ স্পিনারকে নিয়ে কাজ করেছেন ভেটরি। বৃহস্পতিবারও রয়েছে অনুশীলন। সেই অনুশীলনে যোগ দেয়ার কথা আরও কয়েকজন স্পিনারের। 


মূলত জাতীয় দলের খেলা না থাকার সময়টুকুতে ভেটরিকে কাজে লাগানোর চেষ্টা  করছে বিসিবি। বিসিবির একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে একসঙ্গে একাধিক স্পিনারদের নিয়ে কাজ করতে চাইছেন না ভেটরি।


বিসিবির সেই সূত্র জানায়, 'ভেটরির অবসর সময়টুকু কাজে লাগানোর জন্য আমাদের এই পরিকল্পনা। সে দুইদিন ফ্রি ছিল। আমরা এই সময়ের মধ্যে যতজনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি তাঁদেরকেই ডেকেছি।' 



'সামনে সুযোগ আসলে আবারও ডাকা হবে। সে অবশ্য এক সঙ্গে অনেকজনকে নিয়ে কাজ করতে চাচ্ছে না। ৫-৭জনকে নিয়ে করতে সে স্বাচ্ছন্দ্যবোধ করে। সবাইকে সময় দিতে পারে।' সূত্র থেকে আরও জানা যায়।


ইংল্যান্ড বিশ্বকাপের পর সাবেক স্পিন কোচ সুনীল যোশির সঙ্গে চুক্তি বাতিল করে ভেটরির সঙ্গে চুক্তি করে বিসিবি। চুক্তি অনুযায়ী প্রতি দিন আড়াই হাজার মার্কিন ডলার পাবেন কিউই এই সাবেক অধিনায়ক। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball