promotional_ad

কোহলিকে আবারো পেছনে ফেললেন স্মিথ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিরাট কোহলিকে সরিয়ে আবারও টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন স্টিভ স্মিথ। ৯১১ পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে সবার উপরে আছেন এই অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান। দুই নম্বরে থাকা কোহলির রেটিং পয়েন্ট ৯০৬।


আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ ২০ ইনিংসে কোনো সেঞ্চুরির দেখা পাননি কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের প্রথম টেস্টেও হাসেনি তার ব্যাট। 



promotional_ad

সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মাত্র ২১ রান করেন কোহলি।। যার প্রভাব পড়েছে আইসিসি র‍্যাঙ্কিংয়ে। গত বছরের ডিসেম্বরে স্মিথকে সরিয়ে শীর্ষে উঠেছিলেন ভারত দলপতি। ৩ মাস পর আবারও দুইয়ে নেমে গেলেন তিনি।


এদিকে র‍্যাঙ্কিংয়ের সেরা ১০ এ জায়গা করে নিয়েছেন ভারতের ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। ৭২৭ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছেন তিনি। আরও দুই ভারতীয় চেতেশ্বর পুজারা এবং আজিঙ্কা রাহানেও আছে এই তালিকায়। তাঁদের অবস্থান অষ্টম এবং নবম। 


৩ পয়েন্ট বেশি নিয়ে অষ্টম স্থানে আছেন রাহানে। আর ৭৫৭ পয়েন্ট পাওয়া পুজারা আছেন নয় নম্বরে। বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা ১০ এর মধ্যে নেই জাসপ্রিত বুমরাহ। নিউজিল্যান্ডের বিপক্ষে আশানুরূপ পারফর্ম করতে না পারায় র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়নি তাঁর।



বোলারদের র‍্যাঙ্কিংয়ে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে নয় নম্বরে আছেন রবিচন্দ্রন অশ্বিন। ৯০৪ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সের।  ৮৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে নিল ওয়েগনার এবং তিনে আছেন জেসন হোল্ডার ৮৩০ পয়েন্ট নিয়ে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball