promotional_ad

লজ্জাজনক হারের কারণ ব্যাখ্যায় আরভিন

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ২৬৫ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। উইকেট ব্যাটিংয়ের জন্য সহায়ক হলেও সামর্থ্যের সদ্ব্যবহার করতে ব্যর্থ হয় সফরকারী ব্যাটসম্যানরা। ফলে শেষ পর্যন্ত ইনিংস পরাজয়ের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। 


বাংলাদেশের কাছে ইনিংস এবং ১০৬ রানে পরাজিত হওয়ার পর সংবাদ সম্মেলনে প্রথম ইনিংসের ব্যর্থতাকেই দুষেছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। তাঁর মতে মিরপুরের উইকেটে অন্তত ৪০০ রান করা উচিত ছিল তাঁর দলের। 



promotional_ad

এই প্রসঙ্গে আরভিন বলেন, 'প্রথমে ব্যাটিং করে আমাদের অন্তত ৪০০ রান করা উচিত ছিল। উইকেট এই রান করার মতোই ছিল। ২৬৫ রানে অলআউট হওয়ায় আমরা পেছনে পড়ে গেছি এবং বাংলাদেশকে সুবিধা করে দিয়েছি।'


প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতার সম্মুখীন হয় জিম্বাবুয়ে। বাংলাদেশ বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করে ১৮৯ রানে গুটিয়ে যায় তাদের ব্যাটিং লাইন আপ। অপরিদকে ব্যাট হাতে জিম্বাবুয়ে বোলারদের ওপর রাজত্ব করেন মুশফিক, মুমিনুলরা। 


দ্বিতীয় ইনিংসে ৫৬০ রান করা বাংলাদেশ হারিয়েছে মাত্র ৬টি উইকেট। এখানেই মূলত পার্থক্য খুঁজে পাচ্ছেন আরভিন। তিনি বলেন, 'দ্বিতীয় ইনিংসেও আমরা ভালো করতে পারতাম। উইকেট খারাপ ছিল না মোটেই। আমি মনে করি আমাদের বোলাররা এই ছয়টি উইকেট পেতে বেশ সংগ্রাম করেছে। অবশ্যই আমরা সঠিক জায়গায় বোলিং করতে পারিনি, তবে আমি মনে করি ব্যাটিংই আমাদের ডুবিয়েছে।' 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball