ডাবল সেঞ্চুরিতে মন ভরেনি মুশফিকের!

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ডাবল সেঞ্চুরি করেও মন ভরেনি মুশফিকুর রহিমের। ক্রিজে থাকা অবস্থায় ট্রিপল সেঞ্চুরির পরিকল্পনা করছিলেন এই ব্যাটসম্যান। কিন্তু অধিনায়ক মুমিমুল হক ইনিংস ঘোষণা করায় একটু অবাক হয়েছেন তিনি। তবে সংবাদ সম্মেলনে এসে এটিও জানিয়ে দিয়েছেন, দলের চাওয়াই তার কাছে সবকিছুর ওপরে।
ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ২ রান দূরে তখন মুশফিকুর রহিম। জিম্বাবুয়ের স্পিনার এনডিলভুকে হালকা সরে গিয়ে পয়েন্ট অঞ্চল দিয়ে খেললেন ডানহাতি এই ব্যাটসম্যান। বল সীমানায় পৌঁছানোর আগেই দৌড়ে দুই রান নিয়ে ফেলেছেন মুশফিক। এরপরের দৃশ্যে মুশফিক ব্যাট এবং হেলমেট নিচে ফেলে আকাশের দিকে দুই হাত তুলে উদযাপন।
ড্রেসিং রুমের দিকে একটু হেটে গিয়ে কিছু একটা বলার পর সেজদাহ দিয়ে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। টেস্ট ক্যারিয়ারে এটি তৃতীয় ডাবল সেঞ্চুরি মুশফিকের। প্রথমটি ছিল শ্রীলংকার বিপক্ষে ২০১৩ সালে গলে।

দুইশোর মাইলফলক স্পর্শ করা মুশফিক তিনশ না করতে পারার আক্ষেপ করেছেন সংবাদ সম্মেলনে। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, `আমার একটা পরিকল্পনা ছিল। সত্যি বলতে কী, আমি ভাবিনি এই সময়ে ইনিংস ঘোষণা করে দেবে। এখনও দুই দিন সময় আছে। তার চেয়েও বড় কথা, আমরা যত ব্যাটিং করব, উইকেট তত ভাঙতেও পারত। চা-বিরতির সময় আমাদের এমন কোনো আলোচনা হয়নি। আধ ঘণ্টার একটু আগে জানতে পারি, আজ ওদের ৬ থেকে ৮ ওভারের মতো দেব আমরা। এরপর আমরা একটু রানের গতি বাড়ানোর চেষ্টা করেছি।'
`আগে পরিকল্পনা ছিল, একপাশে যদি লিটন থাকে, আমার জন্য সুবিধা হয়। আমার ভাবনা ছিল, ও যদি একশ করে, তাহলে আমারও হয়তো রান তিনশর কাছে চলে যাবে। আজকে হতো না, কাল প্রথম সেশনে হয়ে যেতে পারত। আবার একই সঙ্গে বলতে হবে, দলই সবসময় আগে আসবে। এখন পর্যন্ত যেটা হয়েছে, দলীয়ভাবে আমরা খুব ভালো একটা অবস্থানে আছি।' আরও যোগ করেন মুশফিক।
এই জিম্বাবুয়ের বিপক্ষেই মিরপুর স্টেডিয়ামে ২০১৮ সালের নভেম্বরে ২১৯ রানের ইনিংস খেলেছিলেন মুশফিক। বাংলাদেশের জার্সিতে এই ফরম্যাটে এখন পর্যন্ত ডাবল সেঞ্চুরি হয়েছে মোট পাঁচটি। যার ৩টি মুশফিকের। একটি করে আছে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের।
সোমবার অবশ্য ভিন্ন ভূমিকায় দুটি আলাদা মাইলফলকে পৌঁছেছেন মুশফিক। স্বেচ্ছায় কিপিং ছাড়ার পর এটি তার প্রথম সেঞ্চুরি এবং ডাবল সেঞ্চুরি। ভারতের মাটিতে ব্যাটসম্যান মুশফিকের যাত্রা শুরু হয়। সেই সফরে ৩টি হাফ সেঞ্চুরি ছিল তার। এবার সেঞ্চুরি-ডাবল সেঞ্চুরি দুটোরই স্বাদ পেলেন এই ব্যাটসম্যান।
বাংলাদেশের সাবেক এই অধিনায়ক এদিন আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান এখন তার। তামিম ইকবালকে পেছনে ফেলা মুশফিকের বর্তমান টেস্ট রান ৭০ ম্যাচে ৪৪১৩ রান।