তামিমকে একবার হলেও আউট করতে চান মুশফিক!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আমার ইচ্ছা আমার বলে ওকে (তামিম) একবার আউট করবো... বলতেই হেসে দিলেন মুশফিকুর রহিম। ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি হাঁকানোর দিন সংবাদ সম্মেলনে আসা এই ব্যাটসম্যান অনেকটা ফুরফুরে মেজাজে ছিলেন। ঠাট্টার চলে সতীর্থ তামিমকে একবার আউট করার ইচ্ছা পোষণ করেন মুশফিক।
গেল বছর অক্টোবরে স্বেচ্ছায় উইকেট কিপিংয়ের দায়িত্ব ছেড়েছেন মুশফিক। চলমান বাংলাদেশ ক্রিকেট লীগেও (বিসিএল) উইকেটের পেছনে দায়িত্ব পালন করেননি। উল্টো উত্তরাঞ্চলের হয়ে বোলিং করেছেন মুশফিক।
কোনো উইকেট না পেলেও মুশফিক চমকে দিয়েছিলেন সবাইকেই। ক্যারিয়ারে এখন পর্যন্ত মাত্র একটি উইকেট নিয়েছেন তিনি। পুরো ক্যারিয়ার জুড়ে বোলিং করেছেন ৯০ বল। ব্যাটসম্যান মুশফিক তাই হয়তো এবার বোলিংয়েও একটু মন দিতে চান!

সোমবার ডাবল সেঞ্চুরি হাঁকানোর দিন মুশফিক ছাড়িয়ে গেছেন তামিম ইকবালকে। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান এখন তিনি। তবে দেশের হয়ে প্রায় সব রেকর্ডই তামিমের দখলে। চলমান বিসিএলে খেলেছেন ৩৩৪ রানের ইনিংস।
মুশফিক মনে করেন, তামিম সবার জন্য একটা মানদন্দ ঠিক করে দিচ্ছেন। যেন সবাই উৎসাহী হন রেকর্ডগুলো ভাঙতে। মুশফিকও তামিমের ৩৩৪ রানের ইনিংসটি পেছনে ফেলতে চান। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্টে না পারলেও সামনে আরও সুযোগ আছে বলে জানান তিনি।
মুশফিক বলেন,`আমাদের সব রেকর্ড কিন্তু ওর। ও একটা বেঞ্চমার্ক সেট সবসময় করেছে। নতুন একটা করেছে ৩৩৪। আমি বলেছি এটা কে ভাঙতে পারে। যদি সুযোগ হয় এর কাছাকাছি যেন যেতে পারি। এবার এটা হয়নি পরবর্তীতে যেন ওকে টপকাতে পারি। আমার ইচ্ছা আমার বলে ওকে একবার আউট করবো।'
তামিমকে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান প্রসঙ্গে মুশফিক বলেন, `এটা এখনও আমি জানি না। ও জানে, ও আসলে সবকিছুই জানে। ও হয়তো কিছু একটা বলতে পারে। বাংলাদেশে আমার সবচেয়ে প্রিয় ব্যাটসম্যান তামিম ইকবাল। ওর সাথে সবসময় একটা প্রতিযোগিতা থাকে আমার। ভালো প্রতিযোগিতা থাকে। '
`ও আমাকে অনেক ইন্সপায়ার করে, আমিও করি। যেকোনো দলে এমন একটা প্রতিযোগিতা থাকলে সেটা দলের জন্যই ভালো। আমি মনে প্রানে চাই, ও যেন হাই স্কোরার হয়। এটাও চাই যে ওর চাইতে এক রানও বেশি যেন করতে পারি।' আরও যোগ করেন মুশফিক।