২০ দিনে সব দেখলেন, দেখালেনও মুশফিক!
ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ২ রান দূরে তখন মুশফিকুর রহিম। জিম্বাবুয়ের স্পিনার এনডিলভুকে হালকা সরে গিয়ে পয়েন্ট অঞ্চল দিয়ে খেললেন ডানহাতি এই ব্যাটসম্যান। বল সীমানায় পৌঁছানোর আগেই দৌড়ে দুই রান নিয়ে ফেলেছেন মুশফিক। এরপরের দৃশ্যে মুশফিক ব্যাট এবং হেলমেট নিচে ফেলে আকাশের দিকে দুই হাত তুলে উদযাপন।
ড্রেসিং রুমের দিকে একটু হেটে গিয়ে কিছু একটা বলার পর সেজদাহ দিয়ে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। টেস্ট ক্যারিয়ারে এটি তৃতীয় ডাবল সেঞ্চুরি মুশফিকের। প্রথমটি ছিল শ্রীলংকার বিপক্ষে ২০১৩ সালে গলে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটিও নিজের দখলে রেখেছেন মুশফিক।
এই জিম্বাবুয়ের বিপক্ষেই মিরপুর স্টেডিয়ামে ২০১৮ সালের নভেম্বরে ২১৯ রানের ইনিংস খেলেছিলেন মুশফিক। বাংলাদেশের জার্সিতে এই ফরম্যাটে এখন পর্যন্ত ডাবল সেঞ্চুরি হয়েছে মোট পাঁচটি। যার ৩টি মুশফিকের। একটি করে আছে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের।

সোমবার অবশ্য ভিন্ন ভূমিকায় দুটি আলাদা মাইলফলকে পৌঁছেছেন মুশফিক। স্বেচ্ছায় কিপিং ছাড়ার পর এটি তার প্রথম সেঞ্চুরি এবং ডাবল সেঞ্চুরি। ভারতের মাটিতে ব্যাটসম্যান মুশফিকের যাত্রা শুরু হয়। সেই সফরে ৩টি হাফ সেঞ্চুরি ছিল তার। এবার সেঞ্চুরি-ডাবল সেঞ্চুরি দুটোরই স্বাদ পেলেন এই ব্যাটসম্যান।
বাংলাদেশের সাবেক এই অধিনায়ক এদিন আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান এখন তার। তামিম ইকবালকে পেছনে ফেলা মুশফিকের বর্তমান টেস্ট রান ৭০ ম্যাচে ৪৪১৩ রান।
অথচ এই মুশফিকেরই জিম্বাবুয়ে সিরিজে খেলা না খেলা নিয়ে ছিল শঙ্কা। নিরাপত্তার কারণে পাকিস্তান সফরে যাননি তিনি। সেই সঙ্গে হ্যামস্ট্রিংয়ের চোটেও ভুগছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। আবার গুঞ্জন ছিল পাকিস্তান সফরে যেতে না চাওয়ায় বিসিবির কয়েকজন কর্মকর্তা মুশফিককে জিম্বাবুয়ে সিরিজে চাইছেন না।
বিসিবি সভাপতিও ডানহাতি ব্যাটসম্যানের পাকিস্তান সফরে না যাওয়ার বিষয়টি ভালোভাবে নেননি। এত অল্প সময়ের মধ্যে মুশফিকের বদলী ক্রিকেটার পাওয়া কঠিন ছিল বলেই নাখোশ হয়েছিলেন বিসিবি বস।
৪ ফেব্রুয়ারি জানা যায়, চলমান বিসিএলে নিজেকে প্রমাণ করতে না পারলে জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াডে নাও সুযোগ পেতে পারেন মুশফিক। মুশফিক নিজেও বলেছিলেন, বিসিএলে নিজেকে প্রমাণ করেই জিম্বাবুয়ে সিরিজে ফিরবেন। এই টেস্টে মাঠে নামার আগে নর্থ জোনের হয়ে খেলেছেন ১৪০ রানের ইনিংস।
জিম্বাবুয়ে সিরিজের আগে ক্রিকফ্রেঞ্জিকে নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের কর্মকর্তা বলেছিলেন, 'আমরা যেভাবে পাকিস্তানের বিপক্ষে খেলেছি তাতে জিম্বাবুয়ের বিপক্ষে কোনো প্রকার ঝুঁকি নিতে চাই না। জিম্বাবুয়ের বিপক্ষে তাই আমরা সেরা স্কোয়াডই নির্বাচন করবো।'
২০ দিনের মধ্যে মুদ্রার এপিঠ-ওপিঠ দুটোই দেখে ফেলেছেন মুশফিক। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ডানহাতি ব্যাটসম্যানের এই ডাবল সেঞ্চুরি সব হিসেব নিকেশ পাল্টে দিয়েছেন। দলের সবচেয়ে নির্ভরযোগ্য ক্রিকেটার মাঠের পারফরম্যান্স দিয়ে সেটাই প্রমাণ করলেন।