promotional_ad

গৌতমের চোখে মাশরাফি-ধোনির অবস্থান সমান

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ইংল্যান্ড বিশ্বকাপের পর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। ৭ মাস পর নিজের মাঠে ফেরার সিরিজে অধিনায়কত্বের ইতি টানতে যাচ্ছেন ডানহাতি এই পেসার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন কয়েকদিন আগেই নিশ্চিত করেছেন, জিম্বাবুয়ে সিরিজের পর নতুন অধিনায়ক পাবে বাংলাদেশ। তবে বোর্ড সভাপতির ঘোষণার আগে ওয়ানডে দলপতির খেলা নিয়ে ছিল ধোঁয়াশা।


বিশ্বকাপের পর চোটের কারণে শ্রীলংকা সফরে যেতে পারেননি মাশরাফি। এরপর আর কোনো ওয়ানডেও খেলেনি বাংলাদেশ। কিন্তু মাঝের সময়টুকুতে সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন মাশরাফি। ৩৬ বছর বয়সী এই পেসার কি ফের দেশের হয়ে মাঠে নামবেন? নাকি মাঠের বাইরে থেকেই বিদায় নিতে হবে দেশের অন্যতম সফল এই অধিনায়ককে। কিন্তু জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে দল ঘোষণার আগেই সমাধান দিয়েছেন বোর্ড সভাপতি।


জিম্বাবুয়ে সিরিজে মাশরাফির অধিনায়কত্ব শেষ হলেও সামনের সিরিজে তার খেলা না খেলা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। অনেকেই বলছেন ফিট থাকলে অবশ্যই খেলবে সে। আবার শোনা যাচ্ছে বিপ টেস্টে পাশ করতে হবে। এমনকি মাশরাফির দলে থাকা নাকি নির্ভর করবে তার পারফরম্যান্সের ওপরেও। সহজ ভাষায় মাশরাফি ইস্যুতে গোলকধাঁধা এখনও রয়ে গেছে।


মাশরাফির মতো সমান অবস্থায় আছেন ভারতের মহেন্দ্র সিং ধোনি। বিশ্বকাপের পর তাঁকেও নিয়েও অনেক গুঞ্জন শোনা গেছে। আর দলে ফেরা হবে না ধোনির! পারফর্ম করে ফিরতে হবে ভারতের বিশ্বকাপ জয়ী এই অধিনায়ককে। আবার নাকি আসন্ন আইপিএলে ধোনির পারফরম্যান্সের দিকে চোখ রাখবেন কোচ রবি শাস্ত্রী!



promotional_ad

বাংলাদেশ-ভারত পাশাপাশি দেশ। ধোনি-মাশরাফির অবস্থান অনেকটা প্রায় একই রকম। মাশরাফির বিষয়টি বোর্ড সভাপতি পরিষ্কার করলেও ধোনি চুপ! তিনি খেলবেন কি খেলবেন না, কি পরিকল্পনা করছে সেটা এখনও কেউ জানে না। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান নিজেও কারও সঙ্গে আলাপ করেননি। মাশরাফি অবশ্য এই দিক থেকে খানিকটা ভিন্ন। নিজের খেলার বিষয়ে বেশ কয়েকবার খোলাসা করেছেন তিনি।


রবিবার বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট ম্যাচের লাঞ্চ বিরতির ফাঁকে ধারাভাষ্য কক্ষের সামনে দেখা ভারতীয় ধারাভাষ্যকার গৌতম ভিমানির সাথে। সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে বাংলাদেশের সিরিজ, বিপিএলে নিয়মিত মুখ ভিমানি। বাংলাদেশে মাশরাফি যেমন অবসর ইস্যুতে আলোচনায় তেমনি ভারতেও ধোনি।


ভারতীয় বলেই ভিমানিকে সামনে পেয়ে মাশরাফি ও ধোনির অবসর ইস্যুতে জিজ্ঞেস করলে ক্রিকফ্রেঞ্জিকে জানান, তার মতামতে কিছুই পরিবর্তন হবেনা, কোন কিছুতে প্রভাবও পড়বেনা। তবে আড্ডা দিতে দিতেই বললেন, মাশরাফি, ধোনির অবসর দোটানার সমাধান করতে পারে সংশ্লিষ্ট বোর্ডই।


মাশরাফিকে বিশ্ব ক্রিকেটেরই আইকন হিসেবে উল্লেখ করে ভারতীয় এই ধারাভাষ্যকার বলেন, ‘এটা একটা কঠিন প্রশ্ন। ভারতেও ধোনিকে নিয়ে এই প্রশ্ন লম্বা সময় ধরে উঠে আসছে কিন্তু কেউ এর উত্তর জানে না। এটা আসলে ক্রিকেটারের ফিটনেসের উপর নির্ভর করে। মাশরাফি বাংলাদেশ ও বিশ্ব ক্রিকেটেরই আইকন হিসেবে খেলছে লম্বা সময় ধরে। আমি মনে করি সীমিত ওভারের খেলায় দলে তার উপস্থিতি দলকে অনুপ্রাণিত করে।’


বোর্ড-মাশরাফির সমঝোতা বৈঠকই হতে পারে অবসর ইস্যুতে সেরা সমাধান মনে করেন গৌতম। তিনি আরও বলেন, ‘আমি মনে করি এটা পারষ্পরিক যোগাযোগের বিষয়। বোর্ডের উচিৎ তার সাথে বসা এবং বলা যে আমরা চাই তোমার অধিনায়ক হিসেবে এটিই শেষ সিরিজ হোক। আর আমরা তোমাকে বিদায়ী সংবর্ধনাও দিতে চাই।’



‘এরপর পুরোটা নির্ভর করবে মাশরাফির উপর। সে বলতে পারে যে, হ্যা অধিনায়ক হিসেবে আমি শেষ সিরিজ খেলবো তবে খেলা ছাড়ব পরে। ধোনির সাথে বিসিসিআইয়ের কোন যোগাযোগই নেই। রবি শাস্ত্রী অবশ্য বলেছে আইপিএলে ভালো খেললে বিশ্বকাপে সুযোগ থাকছে ধোনির। এখন সে আইপিএলে ভালো করলে খেলবে, ভালো খেলতে না পারলে থাকবে না।’ আরও যোগ করেন এই ভারতীয়।


বাংলাদেশের হয়ে ২০০১ সালে অভিষেক হয় মাশরাফির। ২০০৪ সালে ভারতের জার্সিতে প্রথম খেলতে নামেন ধোনি। দুজনেরই ১৫-২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার। এখন দেখার বিষয় এতোবছর দেশকে সার্ভিস দেয়ার পর তাদের শেষ পরিণতি কী দাঁড়ায়। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball