টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম হার
ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টে ভারতকে দশ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। দুই ইনিংসে যথাক্রমে ১৬৫ ও ১৯১ রান করা ভারত কিউইদের মাত্র নয় রানের লক্ষ্য ছুঁড়ে দিতে পেরেছে। এই লক্ষ্য নিমিষেই তাড়া করে নিউজিল্যান্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপে এবারই প্রথম হারের মুখ দেখল ভারত।
চার উইকেটে ১৪৪ রান নিয়ে চতুর্থ দিন করে ভারত। আগের দিনের করা ২৫ রানের সঙ্গে আর চার রান যোগ করে ফেরেন অজিঙ্কা রাহানে।
এরপরই ফিরে যান হানুমা বিহারি। আগের দিনের করা ১৫ রানের সঙ্গে কোনো রান যোগ না করেই টিম সাউদির বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। তারপর ঝলক দেখান সাউদি। এ দিন ভারতের ছয় উইকেটের চারটিই নিয়েছেন তিনি।

ইনিংসে মোট পাঁচ উইকেট নেন সাউদি, চার উইকেট শিকার করেন বোল্ট। নিজেদের প্রথম ইনিংসে ৩৪৮ রান করা কিউইদের ম্যাচটি জিতে নিতে একটুও কষ্ট হয়নি।
এই জয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কেন উইলিয়ামসনের দল। দুর্দান্ত বোলিংয়ে ম্যাচসেরা নির্বাচিত হন সাউদি।
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারত প্রথম ইনিংসঃ ১৬৫/১০ (৬৮.১ ওভার) (রাহানে ৪৬; জেমিসন ৪/৩৯)
নিউজিল্যান্ড প্রথম ইনিংসঃ ৩৪৮/১০ (১০০.২ ওভার) (উইলিয়ামসন ৮৯; ইশান্ত ৫/৬৮)
ভারত দ্বিতীয় ইনিংসঃ ১৯১/১০ (৮১ ওভার) (মায়াঙ্ক ৫৮; সাউদি ৫/৬১, বোল্ট ৪/৩৯)
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসঃ ৯/০ (১.৪ ওভার) (লক্ষ্য ৯ রান) (লাথাম ৭*, ব্লান্ডেল ২*)