৩৫ মাস আগে উদ্বোধনী জুটির সেঞ্চুরি দেখেছে বাংলাদেশ!

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সর্বশেষ ৩৯ ইনিংসে ওপেনারদের কাছ থেকে সেঞ্চুরি জুটি পায়নি বাংলাদেশ। ওপেনিং জুটিতে সর্বশেষ ১০০ রানের জুটি এসেছিল ২০১৭ সালের মার্চে। সেটি ছিল শ্রীলংকার বিপক্ষে গলের মাঠে।
সেই ম্যাচে তামিম ইকবাল এবং সৌম্য সরকার মিলে ১১৮ রানের জুটি গড়েন প্রথম ইনিংসে। যদিও সেবার হার নিয়ে মাঠ ছেড়েছিল মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন বাংলাদেশ।

ওপেনিং জুটির ব্যর্থতার দেখা মেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্টেও। ১৮ রানের জুটি গড়ার পর সাজঘরে ফেরেন সাইফ হাসান। ফলে মোট ৩৯ ইনিংসে সেঞ্চুরি জুটি গড়তে ব্যর্থ হয় বাংলাদেশ।
২ বছর ১১ মাসে বাংলাদেশ দল মোট টেস্ট খেলেছে ২০টি (চলমান টেস্ট সহ)। তবে ৩৯ ইনিংসে হাফ সেঞ্চুরির জুটি এসেছে মোট ৭বার। সর্বশেষ হাফ সেঞ্চুরির জুটি এসেছে গত বছর ফেব্রুয়ারি-মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে।
কিউইদের বিপক্ষে ২ টেস্টের ৩ ইনিংসে হাফ সেঞ্চুরির ওপেনিং জুটি পায় বাংলাদেশ। এরপর ৭২ এবং ৫২ রানের উদ্বোধনী জুটি এসেছিল ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে।
২০১৭ সালে শ্রীলংকার বিপক্ষেই এসেছিল বাকি ২টি হাফ সেঞ্চুরির ওপেনিং জুটি। তবে শেষ পাঁচ টেস্টে বাংলাদেশ দলের সর্বোচ্চ উদ্বোধনী জুটি মাত্র ৩৯ রানের। সেটি পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসে।