জিম্বাবুয়ে সিরিজে ওয়ানডে দলে দুই নতুন মুখ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
প্রথমবারের মতো বাংলাদেশের ওয়ানডে দলে জায়গা পেয়েছেন নাঈম শেখ এবং আফিফ হোসেন। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের ১৫ সদস্যের দলে রাখা হয়েছে তাঁদের। রবিবার সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওয়ানডে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মুর্তজা। ইংল্যান্ড বিশ্বকাপের পর এবারই প্রথম দেশের হয়ে মাঠে নামতে যাচ্ছেন ওয়ানডে দলপতি। এছাড়া চোট কাটিয়ে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

গেল শ্রীলংকা সফরের ওয়ানডে দলে থাকা রুবেল হোসেন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, সৌম্য সরকার এবং ফরহাদ রেজা নেই এই স্কোয়াডে। সৌম্য অবশ্য ব্যক্তিগত কারণে এই সিরিজে খেলছেন না।
তৃতীয় ওয়ানডে দিয়ে মাঠে ফেরার কথা রয়েছে তার। ২০১৮ সালের এশিয়া কাপে দেশের হয়ে সর্বশেষ খেলা নাজমুল হোসেন শান্তকেও ওয়ানডে সিরিজের জন্য দলে রেখেছেন নির্বাচকরা।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নানু বলেন, `মাশরাফি দলে ফিরেছে। ওয়ানডে দলে তার অভিজ্ঞতা এবং নেতৃত্ব অনেক গুরুত্বপূর্ণ। দলকে ভারসাম্যপূর্ণ করে তুলতে সাইফউদ্দিন বড় ভূমিকা পালন করবে।'
আগামী ১ মার্চ শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের ম্যাচ দুটি হবে ৩ ও ৬ মার্চ। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, নাঈম শেখ, আফিফ হোসেন, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, আল আমিন হোসেন, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম।