promotional_ad

শ্রীলঙ্কাকে সিরিজে এগিয়ে দিলেন হাসারাঙ্গা

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কলম্বোতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে এক উইকেটের জয় পেয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। ওয়ানিন্দু হাসারাঙ্গার অপরাজিত ৪২ রানের ওপর ভর করে ৫ বল বাকি থাকতে জয় তুলে নেয় স্বাগতিকরা। ফলে ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে দিমুথ করুনারত্নের দল।


এদিন জয়ের জন্য শ্রীলঙ্কাকে ২৯০ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিং করতে নেমে উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা পায় স্বাগতিকরা। স্কোরবোর্ডে ১১১ রান তোলার পর বিদায় নেন অধিনায়ক করুনারত্নে।


৫২ বলে ৫০ রান আসে তার ব্যাট থেকে। আরেক ওপেনার আভিস্কা ফার্নান্দোও ফেরেন হাফ সেঞ্চুরি হাঁকিয়ে। তার উইকেটটি নেন আলজারি জোসেফ। এরপর আরও দুই উইকেট তুলে নেন এই পেসার।


promotional_ad

৪ উইকেট হারানো লঙ্কানদের এগিয়ে নিতে থাকেন কুশল পেরেরা। দলীয় ২১৫ রানে ৪২ রান করে ফেরেন তিনি। ৩২ রানে ডাগ আউটে ফেরত যান থিসারা পেরেরাও। তবে একপ্রান্তে লড়াই চালিয়ে যান ওয়ানিন্দু হাসারাঙ্গা।


৪৯.১ ওভারে লক্ষ্মণ সান্দাকান ৩ রানে বিদায় নিলেও এক উইকেটের জয় পায় শ্রীলঙ্কা। হাসারাঙ্গা অপরাজিত থাকেন ৪২ রানে। ৪২ রান খরচায় ৩ উইকেট শিকার করেন ক্যারিবিয়ান পেসার আলজারি জোসেফ। 


এর আগে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে শাই হোপের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৯ রানের পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। ১৪০ বলে ১১৫ রানের ইনিংস খেলেন ওপেনার হোপ। এছাড়া রস্টন চেজ ৪১ এবং ড্যারেন ব্রাভো ৩৯ রান করেন। শ্রীলঙ্কার হয়ে ৮২ রান করচায় ৩ উইকেট নেন পেসার ইসুরু উদানা। আর একটি করে উইকেট পান নুয়ান প্রদীপ এবং থিসারা পেরেরা। 


সংক্ষিপ্ত স্কোরঃ 


ওয়েস্ট ইন্ডিজঃ ২৮৯/৭ (৫০ ওভার) (শাই হোপ ১১৫) (ইসুরু উদানা ৩/৮২)


শ্রীলঙ্কাঃ ২৯০/৯ (৪৯.১ ওভার) (দিমুথ করুনারত্নে ৫২) (আলজারি জোসেফ ৩/৪২)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball