৯ মাস পর একসঙ্গে ফ্যান্টাস্টিক ফোর

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চোটের কারণে ইংল্যান্ড বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে খেলা হয়নি মাশরাফি বিন মুর্তজার। এবার প্রায় ৮ মাস পর জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন বাংলাদেশের ওয়ানডে দলপতি।
মাশরাফির ফেরার সিরিজে ৯ মাস পর এক সঙ্গে মাঠে নামতে যাচ্ছেন চার সিনিয়র ক্রিকেটার (মাশরাফি, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ)। সর্বশেষ ২০১৯ সালের আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনালে একসঙ্গে খেলেছিলেন ফ্যান্টাস্টিক ফোর।

যদিও সেই সিরিজের স্কোয়াডে ছিলেন সাকিব আল হাসান। চোটের কারণে ফাইনালে নামা হয়নি বিশ্বসেরা এই অলরাউন্ডারের। বর্তমানে ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হওয়ায় মাঠে নামতে পারছেন না তিনি।
জিম্বাবুয়ে সিরিজে চার সিনিয়র একসঙ্গে মাঠে নামলেও এটাই হতে পারে শেষ বারের মতো। কারণ এই সিরিজ দিয়ে অধিনায়কত্বের ইতি টানতে যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। এরপরের সিরিজে ওয়ানডে দলপতির থাকা না থাকা এখনও নিশ্চিত নয়।
জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দল এখনও ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসবি)। তবে আসন্ন সিরিজে মাঠে নামতে প্রস্তুত ওয়ানডে দলপতি। শনিবার বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট চলাকালীন দুপুর ১২টায় বিসিবিতে এসেছিলেন মাশরাফি।
এক ঘন্টা ১৫ মিনিট প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, নির্বাচক হাবিবুল বাশার, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান এবং গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজনের সঙ্গে বৈঠক চলে ওয়ানডে দলপতির।
আগামী ১ মার্চ শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের ম্যাচ দুটি হবে ৩ ও ৬ মার্চ। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।