টেস্টে একজন সাইফউদ্দিন চান ডমিঙ্গো

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিশ্বকাপ থেকেই পিঠের চোটে ভুগছেন মোহাম্মদ সাইফউদ্দিন। চোট থেকে সেরে উঠলে তাঁকে টেস্টে খেলানোর ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
এই পেস বোলিং অলরাউন্ডার ফেরার আগে আরেকজন পেস বোলিং অলরাউন্ডার খুঁজে বের করার তাগিদ দিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ। টেস্টে ৭ নম্বরে ব্যাট করবে এবং দিনে ১০-১৫ ওভার বোলিং করবে এমন একজনকে চান ডমিঙ্গো।

এ প্রসঙ্গে ডমিঙ্গো বলেছেন, 'তিন পেসার নিয়ে খেললে আমাদের ব্যাটিং অর্ডার কিছুটা দুর্বল হয়ে যায়। সাইফউদ্দিন সুস্থ হয়ে ফেরার আগ পর্যন্ত আমরা দুই স্পিনার খেলাতে চাই অথবা আমাদের একজনকে খুঁজতে হবে যে ৭ নম্বরে ব্যাট করবে এবং ১০-১৫ ওভার বোলিং করবে দিনে। এই টেস্টে আমরা সম্ভবত দুই স্পিনার দিয়ে শুরু করবো।'
জিম্বাব্বুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশের একাদশে থাকবেন দুই পেসার। বিষয়টি নিশ্চিত করেছেন ডমিঙ্গো। তিন পেসার খেলানোর প্রয়জনীয়তা থাকলেও ব্যাটিং অর্ডারের কথা চিন্তা করে সেই বিলাসিতায় যাচ্ছেন না বাংলাদেশের এই কোচ।
ডমিঙ্গো বলেছেন, 'আমরা সম্ভবত দুইজন পেসার খেলাবো। আমি মনে করি এইক পেসার নিয়ে খেলা ফলদায়ক হবে না। আমাদের উচিত তিনজন পেসার খেলানো। সবচেয়ে ভালো হতো আমাদের কেউ যদি থাকতো যে ৭ নম্বরে ব্যাট করবে। দুর্ভাগ্যবসত আমাদের এটা নেই। আমি সবসময় তিন পেসার খেলাতে চাই।'