promotional_ad

পাপনের সঙ্গে কথা হয়নি ডমিঙ্গোর

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


শনিবার (২২ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট। এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসানের সঙ্গে একাদশ এবং কে কোথায় নামবে এই বিষয়ে কথা হয়নি বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর।


মাঠের ক্রিকেটে বেশ কিছুদিন ধরেই বাজে সময় যাচ্ছে বাংলাদেশ দলের। এমন অবস্থায় দলের সব কিছুর ব্যাপারে হস্তক্ষেপ করতে চান বাংলাদশ ক্রিকেট বোর্ড সভাপতি।



promotional_ad

কদিন আগেই তিনি জানিয়েছিলেন, ম্যাচের একাদশ এবং কে কোথায় ব্যাট করবেন সেটা আগে থেকেই তাঁকে জানাতে হবে দলের ম্যানেজমেন্টের। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এই বিষয়ে প্রশ্নের উত্তর দিতে হয়েছে ডমিঙ্গোকে।


এ প্রসঙ্গে বাংলাদেশের প্রধান কোচ বলেছেন, 'দল নিয়ে বোর্ড সভাপতি অনেক উৎসাহী। তিনি চান দল অনেক ভালো করুক। তাঁর সঙ্গে এখনও আমার কথা হয়নি। গত সপ্তাহে আমরা খুব ভালো অনুশীলন পর্ব শেষ করেছি। এই বিষয়ে তাঁর সঙ্গে এখনও কথা বলিনি।'


জাতীয় দলের দুরবস্থার কারণে দলের সঙ্গে সক্রিয় হতে চেয়ে পাপন বলেছিলেন, 'আমি একটু বেশিই ক্রিকেট থেকে সরে এসেছিলাম। সরে আসতে চাচ্ছিলাম আর কী। ভেবেছিলাম, অনেক হয়েছে, আস্তে আস্তে নিজেরাই সব করতে পারবে। এখন দেখছি, আবার আগের মতো হয়ে যেতে হবে। ওই যে আপনারা নাম দিয়েছিলেন না “মিস্টার ইন্টারফেয়ারার”। ওইরকম আবার মনে হয় একটা নাম হতে যাচ্ছে।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball