promotional_ad

অন্যরকম সেঞ্চুরি করলেন রস টেলর

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে খেলতে নেমে দারুণ এক মাইলফলকে পা রেখেছেন রস টেলর। চতুর্থ কিউই ক্রিকেটার হিসেবে ১০০টি টেস্ট খেলার কীর্তি গড়েছেন এই ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান।


শুধু তাই নয়, একই সঙ্গে একমাত্র ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটের ক্রিকেটেই ১০০ ম্যাচ খেলার নজীর রাখেন তিনি। ডানহাতি টেলরের সামনে এখন রয়েছেন শুধু ব্র্যান্ডন ম্যাকালাম, স্টিভেন ফ্লেমিং এবং ড্যানিয়েল ভেটরি। 



promotional_ad

নিউজিল্যান্ডের হয়ে ১০১টি টেস্ট ম্যাচ খেলেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাককালাম। অপরদিকে সাবেক অধিনায়ক ফ্রেমিং এবং স্পিন কিংবদন্তি ভেটরি খেলেন যথাক্রমে ১১১ ও ১১২টি ম্যাচ। 


টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডটি এখনও দখলে রয়েছে ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলজকারের। দেশের হয়ে ২০০টি টেস্ট খেলেছেন ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো এই তারকা।


এরপর তালিকার দুই নম্বরে আছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং। ১৯৯৫ থেকে ২০১২ সাল পর্যন্ত ১৬৮টি টেস্ট খেলেন তিনি। তিন, চার এবং পাঁচ নম্বরে আছেন যথাক্রমে স্টিভ ওয়াহ, জ্যাক ক্যালিস ও শিভনারায়ন চন্দরপল। 



অস্ট্রেলিয়ার হয়ে ১৯৮৫ থেকে ২০০৪ সাল পর্যন্ত পন্টিংয়ের সমান ১৬৮টি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে স্টিভ ওয়াহর। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিস খেলেন ১৬৬টি টেস্ট। আর ক্যারিবিয়ান তারকা ব্যাটসম্যান চন্দরপলের অভিজ্ঞতা রয়েছে ১৬৪টি টেস্ট খেলার।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball