চাপ নিচ্ছেন না সাইফ

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের টেস্ট ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী হিসেবে কেউই থিতু হতে পারছেন না। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্টে অভিষেক হয়েছে সাইফ হাসানের। তিনিও ব্যর্থ হয়েছেন।
রাওয়ালপিন্ডি টেস্টে দুই ইনিংসে এই ডানহাতি ব্যাটসম্যানের ব্যাট থেকে এসেছে ০ এবং ১৬ রান। যদিও এমন পারফরম্যান্সের কারণে চাপ অনুভব করছেন না বাংলাদেশের এই ওপেনার।

এ প্রসঙ্গে সাইফ বলেন, 'যেখানেই খেলেন না কেন, আপনি যদি দুই ম্যাচ তিন ম্যাচ খারাপ করেন আপনাকে কিন্তু বাদ পড়তে হবে। সব মিলিয়ে আপনার পারফরম্যান্সের উপরে কিছু নেই। আমরা ছোটোবেলা থেকেই খেলে আসছি। আসলে পারফরম্যান্সটাই গুরুত্বপূর্ণ। এটা চাপ হিসেবে নিচ্ছি না। যদি আমি খারাপ করি আমাকে বাদ পড়তেই হবে। যদি ভালো করি দলে জায়গা হবে। পারফরম্যান্সের উপরে আসলে কিছু নেই।'
সাইফের ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল তামিমের সঙ্গে ওপেনিং করা। রাওয়ালপিন্ডিতে সেই স্বপ্ন সত্যি হয়েছে। এখন তাঁর লক্ষ্য এই ইনিংসটা লম্বা করা। ভালো খেলে দ্রুতই দলে থিতু হতে চান এই ওপেনার।
সাইফ বলেছেন, 'ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল তামিম ভাইয়ের সাথে ওপেন করব। তো সে স্বপ্নটা পূরণ হয়েছে। আমি চেষ্টা করব রানটা যত বেশি লম্বা করা যায়। যদি ভালো খেলি সে সুযোগ আরও বেশি থাকবে।'