এশিয়া কাপ আয়োজন করবে না পাকিস্তান!

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের এবারের আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে পাকিস্তানে। যদিও আসরটি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এশিয়া কাপ আয়োজন থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) পাকিস্তান সুপার লিগের ট্রফি উন্মোচনে অনুষ্ঠানে পিসিবি চেয়ারম্যান এহসান মানি জানিয়েছেন, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্য দেশগুলোর মতামতের উপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

মানি বলেছেন, 'আমাদের নিশ্চিত করতে হবে সহযোগী সদস্যদের উপার্জন যাতে প্রভাবিত না হয়। এটা পূর্ণ সদস্যদের জন্য কিছুই না কিন্তু সহযোগীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।'
পাকিস্তানে এশিয়া কাপ আয়োজনে সবচেয়ে বড় বাঁধা ভারত। মূলত বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) অনড় অবস্তানের কারণে এশিয়া কাপ আয়োজন থেকে পিছু হটছে পাকিস্তান।
পাকিস্তানে এশিয়া কাপ অনুষ্ঠিত হলে ভারত সেখানে অংশ নেবে না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। পাকিস্তানও ঘোষণা দিয়েছে এমনটা হলে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে তারা ভারত যাবে না।