জিম্বাবুয়ের প্রেরণা পূর্ব অভিজ্ঞতা

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ সফরে এসে অনেকবারই টাইগার স্পিনারদের কাছে ধরাশায়ী হয়েছে জিম্বাবুয়ে। তাই এবার সিরিজ শুরুর আগে বাংলাদেশের স্পিনারদের সমীহ করছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা।
যদিও তিনি মনে করেন বাংলাদেশ সফরের পূর্ব অভিজ্ঞতা তাদের সহায়তা করবে ভালো পারফরম্যান্স করতে। তাঁর বিশ্বাস আগের সফরগুলো থেকে জিম্বাবুয়ের খেলোয়াড়রা অনেক কিছু শিখেছে। যা এবার কাজে লাগাতে পারবেন তাঁরা।

রাজা বলেছেন, 'আমাদের বিপক্ষে বাংলাদেশের স্পিনারদের রেকর্ড খুবই ভালো। কিন্তু আমি মনে করি বাংলাদেশের আসার অভিজ্ঞতা থেকে আমরা কিছু শিখেছি এবং আমরা নিজেদের অনেক উন্নতি করেছি যতটা সম্ভব।'
২০১৮ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেই সিরিজে ছিলেন না সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। এই দুই তারকাকে ছাড়া খেলতে নেমে সিলেটের মাটিতে প্রথম টেস্টে ১৫১ রানে হেরেছিল বাংলাদেশ।
সেই ম্যাচটিই আত্মবিশ্বাস যোগাচ্ছে জিম্বাবুয়েকে। আগামী ২২ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে এবার একমাত্র টেস্টে মাঠে নামবে সফরকারীরা। জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা বাংলাদেশের স্পিনারদের নিয়মিত উইকেট দিলেও সিলেটে বাংলাদেশের বিপক্ষে জয়টিকে উদাহরণ হিসেবে নিচ্ছে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের অলরাউন্ডার রাজা বলেছেন, 'তাদের স্পিনাররা অনেক উইকেট নিয়েছে কিন্তু আমরা তাদের বিপক্ষে রানও করেছি সিলেট এর একটি উদাহরণ হতে পারে। আমরা সেই ম্যাচটি জিতেছিলাম।'