promotional_ad

কোহলিদের আউট করার জন্যই ক্রিকেট খেলেন বোল্ট

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চোট কাটিয়ে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরছেন ট্রেন্ট বোল্ট। নিউজিল্যান্ডের এই তারকা পেসার মাঠে নামার আগেই আসন্ন সিরিজে নিজের লক্ষ্য জানিয়েছেন। ভারতের অধিনায়ক বিরাট কোহলির উইকেট নিতে চান বাঁহাতি এই পেসার। 


গেল বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সিং ডে টেস্টে হাত ভেঙেছিল বোল্টের। এরপর দুই মাসেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন তিনি। এবার আসন্ন টেস্ট সিরিজ দিয়ে স্বরূপে ফিরতে চান এই কিউই গতি তারকা।   



promotional_ad

কোহলির মতো ব্যাটসম্যানদের উইকেট নিতে পারলে দ্রুত ছন্দে ফেরা সম্ভব বলে মনে করছেন বোল্ট। তবে সে জন্য যে নিজেকে কঠিন পরীক্ষা দিতে হবে তা বেশ ভালোভাবেই জানেন তিনি।  


বোল্ট বলেন, `বিরাটের বিপক্ষে বোলিং করতে মুখিয়ে আছি। সে একজন অসাধারণ ক্রিকেটার। সেটা সবাই জানে। ব্যক্তিগতভাবে বলতে হলে আমি এই কারণেই ক্রিকেট খেলি। কোহলিদের মতো ব্যাটসম্যানদের আউট করার জন্যই। কিন্ত আমাকে এখানে কঠিন পরীক্ষা দিতে হবে। তারপরও মুখিয়ে আছি।'


আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে সবার থেকে এগিয়ে আছে ভারত। কোহলিদের ভূয়সী প্রশংসা করে বোল্টের ভাষ্য, 'ভারত অসাধারণ দল। ওরা টেস্ট চ্যাম্পিয়নশিপে সবার ওপরে আছে। কারণ ওরা জানে কিভাবে এই টুর্নামেন্টে খেলতে হবে।' 



ঘরের মাঠে নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ করেছে ভারত। এরপর ওয়ানডে সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। প্রতিপক্ষকে এই ফরম্যাটে হোয়াইটওয়াশ করে কিউইরা। এবার দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে দু'দল। ২১ ফেব্রুয়ারি ওয়েলিংটনে শুরু হবে প্রথম টেস্ট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball