promotional_ad

নতুন অধিনায়কের অধীনে খেলবেন 'পুরনো' অধিনায়ক

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএ)। এই দলে পেসার কাগিসো রাবাদা ছাড়াও ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান ফাফ ডু প্লেসি। 


সম্প্রতি টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ডু প্লেসি। তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কুইন্টন ডি ককের কাঁধে নেতৃত্বভার দিয়েছে দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট। 



promotional_ad

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার এক বিবৃতিতে ডু প্লেসি প্রসঙ্গে বলা হয়েছে, 'ভবিষ্যত প্রজন্মের ক্রিকেটারদেরকে অধিনায়কত্বের সুযোগ করে দিতে ডু প্লেসি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে চায়। ডু প্লেসি একজন ব্যাটসম্যান এবং সিনিয়র ক্রিকেটার হিসেবে দলে অবদান রাখতে চান। তিনি দলের অন্যান্য ক্রিকেটারদের পরামর্শ দেয়ার পাশাপাশি নতুন অধিনায়ককে সমর্থন দিতে ইচ্ছুক।' 


এদিকে ডু প্লেসি ছাড়াও অস্ট্রেলিয়ার বিপক্ষে আরো রাখা হয়েছে অ্যানরিচ নর্টজে এবং টেম্বা বাভুমাকে। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্স করেন বাভুমা। শেষ টি-টোয়েন্টিতে ডান হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা রয়েছে তাঁর।  


চলতি মাসের ২১ তারিখ অস্ট্রেলিয়ার বিপক্ষে জোহানেসবার্গে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এরপর সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৩ এবং ২৬ ফেব্রুয়ারি। এই দুই ম্যাচের ভেন্যু পোর্ট এলিজাবেথ ও কেপটাউন।  



দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি স্কোয়াড :


কুইন্টন ডি কক,টেম্বা বাভুমা (ফিটনেসের সাপেক্ষে), ফাফ ডু প্লেসিস, রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, পাইট ভ্যান বিলজন, ডোয়াইন প্রিটোরিয়াস, অ্যান্ডিল ফেলুকওয়াইও, জোন-জন স্মটস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসী, লুঙ্গি এনগিদি, জর্জন ফর্টুইন, অ্যানরিচ নর্টজে, ডেল স্টেইন, হেনরিক ক্লাসেন ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball