সিলেটে পাওয়া জয়টিই আত্মবিশ্বাস যোগাচ্ছে জিম্বাবুয়েকে

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
২০১৮ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেই সিরিজে ছিলেন না সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। এই দুই তারকাকে ছাড়া খেলতে নেমে সিলেটের মাটিতে প্রথম টেস্টে ১৫১ রানে হেরেছিল বাংলাদেশ।
সেই ম্যাচটিই আত্মবিশ্বাস যোগাচ্ছে জিম্বাবুয়েকে। আগামী ২২ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে এবার একমাত্র টেস্টে মাঠে নামবে সফরকারীরা। জিম্বাবুয়ের উইকেটরক্ষক ব্যাটসম্যান রেগিস চাকাভা মনে করেন সিলেটে যেভাবে খেলেছিলেন সেভাবে খেললে এবারও বাংলাদেশকে হারানো সম্ভব হবে।

চাকাভা বলেছেন, ‘আমরা সিলেটে যেভাবে ক্রিকেট খেলেছি, ওভাবেই আমাদের খেলতে হবে। ওই ম্যাচের পুনরাবৃত্তি করতে পারলে আমরা ম্যাচ জিততে পারব। আমরা জানি বাংলাদেশের কন্ডিশনে ম্যাচ খেলা সব সময়ই কঠিন। তারপরও আমাদের ইতিবাচক ক্রিকেট খেলা নিশ্চিত করতে হবে। আশা করি আমরা আমাদের সেরা ক্রিকেট খেলে বাংলাদেশকে হারাতে পারব।’
সাম্প্রতিক সময়ে সেরা ফর্মে না থাকলেও দেশের মাটিতে বাংলাদেশ বরাবরই কঠিন প্রতিপক্ষ। এটা মেনে নিয়েছেন চাকাভা। যদিও বাংলাদেশকে নিয়ে চিন্তা না করে নিজেদের পারফরম্যান্সেই মনোযোগ দিতে চায় জিম্বাবুয়ে। এমনটাই জানিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
চাকাভা বলেছেন, ‘নিজেদের কন্ডিশনে বাংলাদেশ দল সব সময়ই কঠিন প্রতিপক্ষ। তবে আমরা তাদের দল নিয়ে চিন্তা করতে চাই না। আমরা নিজেদের পারফরম্যান্সের দিকেই তাকিয়ে আছি। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে টেস্ট জেতা কঠিন কিছু হবে না।’