promotional_ad

শুধু বোলিং কোচ নন গিবসন

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


চার্ল ল্যাঙ্গাভেল্ট চলে যাওয়ার পর নতুন পেস বোলিং কোচ হিসেবে এসেছেন ওটিস গিবসন। পাকিস্তান সফর দিয়েই নিজের কাজ শুরু করেছেন তিনি। কার্যত বোলিং কোচ হলেও এই কাজেই সীমাবদ্ধ থাকছেন না তিনি।


বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো পাকিস্তান সফরের আগেই জানিয়েছেন, জাতীয় দলের ক্রিকেটারদের ব্যাটিংয়েরও দেখভাল করবেন এই ক্যারিবীয় কোচ। সেই পরিকল্পনাতেই এগোচ্ছেন বাংলাদেশের এই কোচ। 



promotional_ad

শনিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া বাংলাদেশ দলের ক্যাম্পে গিবসনকে ব্যাটসম্যানদের সাহায্য করতেও দেখা গেছে। বিশেষ করে তামিম ইকবালের ব্যাটিং নিয়ে বেশ কিছুক্ষণ কাজ করেছেন গিবসন।


পাকিস্তান সফরের আগে ডমিঙ্গো বলেছিলেন, 'গিবসনকে আমি অনেক দিন ধরেই চিনি। তিনি অভিজ্ঞ একজন কোচ। তাকে কেবল বোলিং কোচ হিসেবেই ব্যবহার করব না। অন্য ব্যাপারগুলোতেও তাকে সম্পৃক্ত করব।'


কোচ হিসেবে বেশ অভিজ্ঞই বলা যায় গিবসনকে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টেস্ট ও ১৫টি ওয়ানডে খেলা এই ক্যারিবিয়ান ২০০৭ সালে ইংল্যান্ডের বোলিং কোচ হিসেবে নিয়োগ পান। এরপর ২০১০ সাল থেকে ২০১৪ পর্যন্ত নিজ দেশের (ওয়েস্ট ইন্ডিজ) প্রধান কোচের ভূমিকায় ছিলেন তিনি।



সে বছরই আবার ইংল্যান্ডের বোলিং কোচ হিসেবে নিয়োগ পান গিবসন। ২০১৭ সালে ইংল্যান্ডের দায়িত্ব ছেড়ে দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হিসেবে যোগ দেন তিনি। ২০১৯ বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে এই বিশ্ব আসরের পর চাকরি হারান তিনি। এরপর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে কোচিং করিয়ে বেড়ালেও বাংলাদেশের বোলিং কোচ হিসেবে এবার থিতু হয়েছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball