ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটের ফারাকটা দেখালেন মিঠুন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের ফারাকটা স্পষ্ট। অনেকেই দেশের ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলেও জাতীয় দলের হয়ে ভালো পারফরম্যান্স করতে পারছেন না।
তামিম ইকবালের কথাই ধরা যেতে পারে। এই বাঁহাতি ওপেনার চলতি বিসিএলের প্রথম রাউন্ডে ৩৩৪ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন। এরপর পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিণ্ডি টেস্টের দুই ইনিংসে ৩ এবং ৩৪ রান করে আউট হন তিনি।

প্রথম রাউন্ডেই পূর্বাঞ্চলের বিপক্ষে ৫ উইকেট পেয়েছিলেন তিনি। সেটা ধরে রাখতে পারেননি পাকিস্তানের বিপক্ষে টেস্টে। বাংলাদেশের ইনিংস ব্যবধানে হারা ম্যাচে তিনি ১৩৯ রানে ২ উইকেট পেয়েছিলেন।
বাংলাদেশ দলের ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন মনে করেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের ফারাকটা অনেক বেশি। যে সামর্থ্য নিয়ে ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স করা যায় সেটা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা কঠিনই মনে করেন তিনি।
এ প্রসঙ্গে মিঠুন বলেন, 'ঘরোয়া লিগে আমরা যে ধরনের বোলারের মুখোমুখি হচ্ছ বা যে ধরনের বোলার খেলছি, এখান থেকে আমরা একটা আন্তর্জাতিক দলের বিপক্ষে খেলতে গেলে বেশি ব্যবধান হয়ে যায়। যে স্কিলে আমরা ঘরোয়া লিগে পারফর্ম করি, সেই স্কিলে সেখানে পারফর্ম করতে পারি না।'
আন্তর্জাতিক ক্রিকেটে লড়তে হলে নিজেদের স্কিল এবং মানসিক শক্তি আরও উপরে নিয়ে যেতে হবে বলে মনে করেন তিনি। সেই লক্ষ্যে দলের সবাই পরিশ্রম করছেন বলে জানিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
মিঠুনের ভাষ্যমতে, 'এখান থেকে ফিরতে হলে, আমাদের স্কিল লেভেল বা মানসিক লেভেল অনেক ওপরে নিয়ে যেতে হবে। এটা এখন থেকেই শুরু করতে হবে। আমরা যত দেরি করব, আমরা দল হিসেবে, ব্যক্তি হিসেবে পিছিয়ে পড়ব। সবাই চেষ্টা করছে, সবাই পরিশ্রম করছে। ইনশাআল্লাহ্ সব ঠিক হয়ে যাবে।'