চার হাজারি ক্লাবের হাতছানিতে মাহমুদউল্লাহ

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে আগামী মাস থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে দারুণ একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশ ক্রিকেট দলের এই অভিজ্ঞ অলরাউন্ডার ব্যাট হাতে আর মাত্র ৬ রান করতে পারলেই চতুর্থ বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৪ হাজারি রানের ক্লাবে পা রাখবেন।

এখন পর্যন্ত ১৮৫ ম্যাচে ৩৩.৮৪ গড়ে ৩ হাজার ৯৯৪ রান সংগ্রহ করেছেন মাহমুদউল্লাহ। বর্তমানে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চার নম্বরে আছেন তিনি। যেখানে ৩টি সেঞ্চুরি এবং ২১টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর।
মাহমুদউল্লাহর আগে ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। ২১৬ ম্যাচে ৩৬.৩০ গড়ে ৬ হাজার ১০০ রান করা উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক রয়েছেন তিন নম্বরে। তাঁর রয়েছে ৭টি সেঞ্চুরি এবং ৩৭টি হাফ সেঞ্চুরি।
দুই নম্বরে থাকা অলরাউন্ডার সাকিবের সংগ্রহ ২০৬ ম্যাচে ৩৭.৮৬ গড়ে ৬ হাজার ৩২৩ রান। ওয়ানডে তাঁর সেঞ্চুরি ৯টি এবং হাফ সেঞ্চুরি ৪৭টি। শীর্ষে থাকা টাইগার ওপেনার তামিমের ২০৪ ম্যাচে ৬ হাজার ৮৯২ রান। ৩৫.৫২ গড়ে রান করা এই অভিজ্ঞ ব্যাটসম্যান ১১ সেঞ্চুরি এবং ৪৭টি হাফ সেঞ্চুরির মালিক।