৪৭ বছর পর পাকিস্তানের মাটিতে এমসিসি

ছবি: ছবিঃ পিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
৪৭ বছর পর পাকিস্তান সফরে গিয়েছে ক্রিকেটের সুপ্রাচীন সংগঠন মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। লাহোরে ১৩ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে চারটি ম্যাচ খেলবে কুমার সাঙ্গাকারার নেতৃত্বাধীন এমসিসি একাদশ।
পাকিস্তানে পৌঁছে এমসিসির বর্তমান সভাপতি সাঙ্গাকারা মিডিয়াকে বলেন, 'এমসিসি প্রতিযোগিতামূলক ক্রিকেটে বিশ্বাস করে। আমরা এখানে এসেছি সুন্দর কিছু ম্যাচ খেলতে এবং কয়েকটি ম্যাচ জিতে নিতে।
পাকিস্তানে আমার অসাধারণ কিছু মুহূর্ত আছে। বিশেষ করে লাহোরে আমার বেশ কয়েকটি সুন্দর ইনিংস আছে। আমাদের প্রতিপক্ষ হিসেবে শক্ত কয়েকটি দল দেখে ভালো লাগছে।'

এই সফর উপলক্ষে আগেই স্কোয়াড ঘোষণা করে এমসিসি কতৃপক্ষ। দলটির প্রধান কোচ হিসেবে থাকবেন আজমল শাহজাদ। সাঙ্গাকারার সঙ্গে ইংল্যান্ডের ক্রিকেটার রবি বোপারাও খেলবেন লাহোরে অনুষ্ঠেয় ম্যাচগুলোতে।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দুটি দলের বিপক্ষে খেলবে এমসিসির এই একাদশ। লাহোর কালান্দার্স এবং মুলতান সুলতান্সের বিপক্ষে ম্যাচ দুটি ছাড়াও পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন দল নর্দান ও পাকিস্তান শাহিন্সের বিপক্ষে খেলবেন সাঙ্গাকারারা।
এমসিসি স্কোয়াডঃ কুমার সাঙ্গাকারা (অধিনায়ক), রবি বোপারা, মাইকেল বার্গেস, অলিভার হ্যানন ডালবি, ফ্রেড ক্লাসেন, মাইকেল লিস্ক, অ্যারন লিলে, ইমরান কাইয়ুম, উইল রোডস, সাফিয়ান শরীফ, ভ্যান ডার মার ও রস হুইটলি।