promotional_ad

গার্গ-জয়সোয়ালদের প্রশংসা পেয়েছেন আকবর-তৌহিদরা

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের কাছে হারার পরও আকবর আলী-তৌহিদ হৃদয়দের প্রশংসা করেছেন ভারতের ক্রিকেটাররা। ফাইনাল শেষ হওয়ার পর দু'দিন একই হোটেলে অবস্থান করেন দুই দলের ক্রিকেটাররা।


যদিও বাংলাদেশ-ভারতের ফাইনাল ম্যাচটি ছিল স্লেজিংয়ে ভরপুর। দু' দলের ক্রিকেটাররা আগ্রাসী মেজাজ ধরে রেখেছিলেন ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত।



promotional_ad

ফাইনাল ম্যাচটি বৃষ্টি আইনে তিন উইকেটে জিতে বাংলাদেশ। ম্যাচটি জিতে নিয়ে শিরোপাও নিশ্চিত করে তারা। ম্যাচ শেষেও থামেনি দুই দলের স্লেজিং।


মাঠে রীতিমতো হাতাহাতি পর্যায়ে চলে যান তারা। এমনকি বাংলাদেশের পতাকা ধরে টান দেন ভারতের এক যুবা ক্রিকেটার। এসব কিছুর পরেও দুই দলের ক্রিকেটারদের মধ্যকার সম্পর্কে অবনতি ঘটেনি।


বরঞ্চ, মাঠের ঘটনাকে মাঠেই রেখে আসেন ক্রিকেটাররা। দেশে ফিরে ক্রিকফ্রেঞ্জিকে যুবা অধিনায়ক আকবর বলেন, 'আমরা মাঠের মধ্যে জেতার জন্য খেলেছি। ওরাও খেলেছে। আমি নিজেও এটা পছন্দ করি। জেতার পর আমরা হোটেলে ফিরি, একসঙ্গে দুই দিন ছিলাম আমরা।



ওদের সঙ্গে অনেক গল্পগুজব করেছি। ভারতের ক্রিকেটার-কোচ সবাই আমাদের প্রশংসা এবং অনুপ্রাণিত করেছেন।'


ফাইনালের অপ্রত্যাশিত ঘটনায় অবশ্য শাস্তি হয়ে পাঁচ যুবা ক্রিকেটারের। এরমধ্যে বাংলাদেশের আছেন তিন ক্রিকেটার, ভারতের দুই ক্রিকেটার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball