promotional_ad

শরীর কাঁপছিল, তবুও চেষ্টা করেছিঃ ইমন

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


যুব বিশ্বকাপ জয়ে বাংলাদেশের হয়ে অমূল্য অবদান রেখেছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। খেলার এক পর্যায়ে ইনজুরি আক্রান্ত হয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। এরপরে দ্রুত উইকেট পড়তে থাকলে আবারও মাঠে ফেরেন তিনি। ম্যাচ শেষে অধিনায়ক আকবর আলী জানান, ৩০ শতাংশেরও কম ফিট ছিলেন ইমন। দেশে ফিরে ক্রিকফ্রেঞ্জিকে ইমনও বললেন সেই কথা। ব্যাটিংয়ে যাওয়ার আগে রীতিমতো শরীর কাঁপছিল তাঁর!


ইমন বলেন, 'কষ্ট হচ্ছিলো। তবুও দলের দিকে তাকিয়ে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেছি। তখনও শরীর চলছিলো কিন্তু আমি খেলতে চেয়েছি একরকম, সেটা হয়ে গেছে অন্যরকম।


আমি চিন্তা করেছি যদি একটু বিশ্রাম নেই তাহলে একটু ফিট হয়ে আসতে পারব। ফিজিও স্যার আমার সঙ্গে ছিলেন, সানি স্যার আমার সঙ্গে ছিলেন। আমাকে দেখেছে কী অবস্থা। ব্যাটিংয়ে যাওয়ার আগেও শরীর কাঁপছিল। তারপরও চেষ্টা করেছি তখন।'



promotional_ad

১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭৯ বলে ৪৭ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন ইমন। শুরুর দিকে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়লেও পরে দলের প্রয়োজনে আবারও মাঠে নামেন তিনি।


ইমন অবশ্য দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি। ফিনিশার হিসেবে দায়িত্ব পালন করেছেন অধিনায়ক আকবর আলী। ৭৭ বলে ৪৩* রান করে দলকে শিরোপা জেতান তিনি। দলের জয়ের প্রত্যক্ষ সাক্ষী না থাকার আফসোস আছে ইমনের।


তরুণ এই ওপেনার আরও বলেন, 'আমার মনে হয় না আমি পুরোটা দিতে পেরেছি। আমার শেষ পর্যন্ত খেলাটা দরকার ছিল। ওই পরিস্থিতিতে এভাবে আউট হওয়াটা ঠিক হয়নি। তারপরও আকবর ভাই পরে পুষিয়ে দিয়েছে। যার জন্য আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি।'


ফাইনাল ম্যাচ শেষে ইমনের অসাধারণ ইনিংসের প্রশংসা করেন আকবর। মিডিয়াকে আকবর বলেন, 'সে (ইমন) তাঁর মনোবল দেখিয়ে দিয়েছে। সে ৩০ শতাংশ ফিটও ছিল না। কিন্তু সে দলের জন্য ব্যাটিং করেছে। যখন সে আঘাত পেয়ে মাঠ ছাড়ে, তখন সেটা আমাদের জন্য হতাশার ছিল।



তখন উইকেটে দুজনই নতুন ব্যাটসম্যান ছিল। ভারতের বোলাররা ছন্দে ছিল। ছয় উইকেট যাওয়ার পর ইমন আবারও উইকেটে আসে। সে যেভাবে ব্যাটিং করেছে সেটা গর্ব করার মতো।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball