promotional_ad

বিশ্বকাপ বিশ্বকাপইঃ পাপন

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


একটি বিশ্বকাপ ঘরে তোলার আজীবনর স্বপ্ন ছিল বাংলাদেশের। শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হয়েছে অনূর্ধ্ব ১৯ দলের যুবাদের হাত ধরে। যুব বিশ্বকাপ হলেও এর মহিমা যে কতখানি সেটা ক্রিকেট বিশ্বের খবরাখবর রাখলেই ঠাওর করা যায়। 


পুরো বিশ্বকাপে অপরাজিত থেকে শিরোপা জেতার পর এরই মধ্যে আকবরবাহিনীকে নিয়ে বন্দনা শুরু করেছেন ক্রিকেটের রথী মহারথীরা। চ্যাম্পিয়ন যুবাদের এই অর্জনকে সবচেয়ে এগিয়ে রাখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও। 



promotional_ad

বোর্ড সভাপতি বলেন, 'বিশ্বকাপ বিশ্বকাপই, আইসিসির সর্বোচ্চ। ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় এই বিশ্বকাপ। এই বিশ্বকাপই ওরা জয় করে এনেছে এটা অনেক দিনের আমাদের স্বপ্ন ছিল। আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে যখন টেস্ট ম্যাচটি জিতে যাই তখন মাননীয় প্রধানমন্ত্রী অনেক খুশি হয়েছিলেন। উনি বলছিলেন তখন যে একবার একটু কাপটি দেখতে চাই, বিশ্বকাপ দেখতে চাই। এটা তিন বছর আগের কথা। এই গল্পটাই ওদেরকে বলছিলাম। তখন থেকেই আসলে পরিকল্পনা করা হয়, চেষ্টা করা হয়।'


বরাবরই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভালো খেলে আসছে বাংলাদেশ। যুব দলকে নিয়ে ক্রিকেট বোর্ডের ভিন্ন পরিকল্পনাই এই উন্নতির কারণ বলে মনে করেন বোর্ড প্রধান। বিদেশের কন্ডিশনে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয়া আকবর আলীদের প্রতি প্রত্যাশার পারদও বেড়েছে পাপনের।


বোর্ড প্রধান বলেন,  'আমরা দেখলাম যে আমাদের অনূর্ধ্ব ১৯ এর আগের দলগুলোও ভালো ছিল। ২০১৬ সালেও আমরা ভেবেছিলাম তারা ফাইনালে খেলবেই। এই বিষয়গুলো চিন্তা করে আমাদের দল ভালো হয়। কিন্তু আমরা ভারতের কাছে একবার এশিয়া কাপ ফাইনালে ৫ রানে হেরে গেলাম। ২ রানে হেরে গেলাম বিশ্বকাপে। এই সমস্ত কারণে একটা জিনিস বুঝতে পারছিলাম যে আমরা খুব বেশি দূরে নেই। এখন বাকি কাজটি করার জন্য কি দরকার। সেই পরিকল্পনা মতেই ওদেরকে তৈরি করা হয়।' 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball