আবারও লাহোরে খেলবেন সাঙ্গাকারা

ছবি: ছবি: আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নিয়মিত আয়োজন করতে চেষ্টার কমতি রাখছে না পিসিবি। এরই মধ্যে তারা শ্রীলঙ্কা এবং বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সফল ভাবে সিরিজ আয়োজন করেছে।
তারই অংশ হিসেবে এবার এমসিসিকে (মেরিলিবোন ক্রিকেট ক্লাব) ঘরের মাঠে আতিথ্য দেবে পাকিস্তান। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সফর সূচিও চূড়ান্ত হয়ে গেছে এমসিসির। কুমার সাঙ্গাকারার নেতৃত্বে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরে।

২০০৯ সালে এই লাহোরের মাটিতেই সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন সাঙ্গাকারাসহ শ্রীলঙ্কা দলের ক্রিকেটাররা। ভয়ঙ্কার অভিজ্ঞতা নিয়ে সেবার মাঠে ফিরেছিলেন তিনি। ১৩ থেকে ১৯ ফেব্রুয়ারি এই লাহোরেই খেলতে চলেছেন লঙ্কান এই কিংবদন্তি।
আগামী শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিএসএল দল লাহোর কালান্দার্সের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে এমসিসির পাকিস্তান সফর। এরপর পাকিস্তান শাহিন্সের বিপক্ষে রোববার একমাত্র ওয়ানডে ম্যাচটি খেলবেন সাঙ্গাকারারা।
পরদিন ঘরোয়া টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন নর্দানের বিপক্ষে আরেকটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে এমসিসি। ১৯ ফেব্রুয়ারি পিএসএল চ্যাম্পিয়ন মুলতান সুলতানসের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সফর শেষ করবে দলটি। শেষ তিনটি ম্যাচ হবে আইতচিনসন কলেজ মাঠে।
এমসিসি স্কোয়াড: কুমার সাঙ্গাকারা (অধিনায়ক), রবি বোপারা, মাইকেল বারজেস, অলিভার হ্যানন-ড্যালবি, ফ্রেড ক্লাসেন, মাইকেল লিস্ক, অ্যারন লিলি, ইমরান কাইয়ুম, উইল রোডস, সাফিয়ান শরিফ, রোয়েলোফ ফন ডার মারউই, রস হোয়াইটলি।