৩১ বছর পর হোয়াইটওয়াশ ভারত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বিরাট কোহলির ভারত। মাউন্ট ম্যাঙ্গানুইয়ে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে কিউইদের কাছে ৫ উইকেটে পরাজিত হয় সফরকারীরা।
ফলে দীর্ঘ ৩১ বছর পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবকয়টিতে হেরে ধবল ধোলাইয়ের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হলো ভারতকে। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৮৯ সালে সর্বশেষ ৫-০ তে ওয়ানডে সিরিজ হেরেছিল তারা।
এরপর ছয় বছর আগে অর্থাৎ ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার কাছে ২-০ তে সিরিজ হারে ভারত। যদিও সেবার একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। ভারতের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে শুরুতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। এরপর ব্যাট করতে নেমে লোকেশ রাহুলের অনবদ্য সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৬ রান সংগ্রহ করে ভারত।

১১৩ বলে ২টি ছক্কা এবং ৯টি চারের সাহায্যে ১১২ রান করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান রাহুল। অপরদিকে ৬৩ বলে ৬২ রানের ইনিংস খেলেন ২৫ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান স্রেয়াশ আইয়ার। এছাড়া মনিষ পান্ডে ৪২ এবং ওপেনার পৃথ্বী শ করেন ৪০ রান।
নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সবচাইতে সফল ছিলেন ডানহাতি পেসার হামিশ বেনেট। ১০ ওভারে ৬৪ রান খরচায় ৪ উইকেট শিকার করেন তিনি। এছাড়া একটি করে উইকেট পান কাইল জামিয়েসন এবং জিমি নিশাম।
ভারতের দেয়া ২৯৭ রানের লক্ষ্যে খেলতে নেমে মার্টিন গাপটিল, হেনরি নিকোলস এবং কলিন ডি গ্র্যান্ডহোমের হাফ সেঞ্চুরিতে ১৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। গাপটিল ৬৬ ও নিকোলস ৮০ রানের ইনিংস খেলেন।
অলরাউন্ডার গ্র্যান্ডহোম ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ভারতের পক্ষে লেগ স্পিনার যুবেন্দ্র চাহাল নেন ৪৭ রান খরচায় ৩ উইকেট। এছাড়া একটি করে উইকেট পান রবীন্দ্র জাদেজা এবং শার্দূল ঠাকুর।
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারতঃ ২৯৬/৭ (৫০ ওভার) (রাহুল ১১২, আইয়ার ৬২; বেনেট ৪/৬৪, নিশাম ১/৫০)
নিউজিল্যান্ডঃ ৩০০/৫ (৪৭.১ ওভার) (নিকোলস ৮০, গাপটিল ৬৬; চাহাল ৩/৪৭, জাদেজা ১/৪৫)