বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের দল ঘোষণা

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঘরের মাটিতে চলতি মাসের ২২ তারিখ জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। এই টেস্টকে সামনে রেখে এরই মধ্যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
পারিবারিক কারণে এই টেস্ট থেকে খেলতে পারছেন না জিম্বাবুয়ের টেস্ট দলপতি শন উইলিয়ামস। ফলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিতে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেবেন ক্রেইগ আরভিন।

এদিকে উইলিয়ামস ছাড়াও এই টেস্টে খেলবেন না পেসার কাইল জারভিস। শ্রীলঙ্কার বিপক্ষে গত টেস্ট সিরিজে পিঠের ইনজুরিতে পড়েন জারভিস। ফলে অভিজ্ঞ পেসার ক্রিস্টোফার পফুকে স্কোয়াডে রেখেছে জিম্বাবুয়ে টিম ম্যানেজেমেন্ট।
২০১৭ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন পফু। সম্প্রতি ৩৪ বছর বয়সী এই পেসার ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট লোগান কাপে মিড ওয়েস্ট রাইনোসের বিপক্ষে ৫৪ রানে ১১ উইকেট শিকার করেন। দারুণ এই পারফরম্যান্সের পর তাঁকে বিবেচনা করেছেন নির্বাচকেরা।
প্রায় এক মাসের এ সফরে জিম্বাবুয়ে দল ঢাকায় পা রাখবে আগামী ১৫ ফেব্রুয়ারি। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে একমাত্র টেস্ট খেলার পর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল।
ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১, ৩ ও ৬ মার্চ। এরপর দুই ম্যাচের টি২০ সিরিজ খেলতে আবারো ঢাকায় ফিরবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে। মিরপুরে ৯ এবং ১১ মার্চ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের দুটি।
জিম্বাবুয়ে টেস্ট স্কোয়াডঃ সিকান্দার রাজা, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন (অধিনায়ক), কেভিন কাসুজা, টিমিসেন মারুমা, প্রিন্স মাসভাউরে, ক্রিস্টোফার পফু, ব্রায়ান মুদজিনগানিয়ামা, কার্ল মুম্বা, তিনোটেন্ডা মুটোম্বোডজি, এইনসলে এনডিলোভু, ভিক্টর নায়াউচি, ব্রেন্ডন টেলর, ডোলান্ড তিরিপানো, চার্লটন টিসুমা।