promotional_ad

সুজনকে সবচেয়ে বেশি সম্মান দেয়া উচিতঃ পাপন

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে বাংলাদেশ। এই দলের নেপথ্যে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। বোর্ড থেকে কাউকে সম্মানিত করা সেটা সুজনকেই করা হবে বলে জানিয়েছেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।


সোমবার (১০ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি জানিয়েছেন, যারা ক্রিকেট নিয়ে কাজ করে তাদের কপালে জোটে সমালোচনা। এমন সাফল্যের পর তাই সুজনকে সম্মানিত করতে চায় বিসিবি।



promotional_ad

এ প্রসঙ্গে নাজমুল হাসান বলেছেন, 'যারা সবচেয়ে বেশি কাজ করে ক্রিকেট নিয়ে অন্য কোনো চিন্তা নেই মাথায় তাদের এরকমই কপাল হয়। আজকের এই সাফল্যে বোর্ড থেকে যদি কাউকে সবচেয়ে বেশি সম্মান দেয়া হয়, তাহলে সেটা দেয়া উচিত খালেদ মাহমুদ সুজনকে দেয়া।'


সমালোচকরা বর্তমান বোর্ডের সমালোচনা করলেও আগের বোর্ডের কমিটিগুলোর কোনো সমালোচনা করে না বলেই মনে করেন নাজমুল। তাঁর ধারণা সবচেয়ে তোপের মুখে থাকেন তাদের কমিটিই। এ ছাড়া সুজনকে সমালোচনার লক্ষ্যবস্তু বানানোর কারণে ক্ষেপেছেন তিনি।


বিসিবি সভাপতি বলেছেন, 'আমি আজকে প্রথম নামটাই বলেছি খালেদ মাহমুদ সুজনের। ক্রিকেট বোর্ডে আমরা আসার আগে যে বোর্ডগুলো ছিল ওইগুলো নিয়ে কেউতো কিছু আসলে বলে না। আমরাই থাকি তোপের মুখে। এর মধ্যে সবচেয়ে বেশি তোপের মুখে হচ্ছে খালেদ মাহমুদ সুজন। তাঁর বিরুদ্ধে সোচ্চার সকলে। তাঁর পজেটিভ কখনও শুনি না।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball