যে কারণে একটু হাসতে পেরেছিলেন তামিম

ছবি: ছবিঃ বিসিবি

|| স্পেশাল করেসপন্ডেন্ট ||
নিজেদের ভুলভাল আর ব্যর্থতা নিয়ে কথা বলতে নিশ্চয়ই কারো ভালো লাগে না। ভালো লাগার কথা নয় তামিম ইকবালেরও। তবু কী আর করা! রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনেও বাংলাদেশের ব্যাটসম্যানরা পুরনো ভুলের পুনরাবৃত্তি করায় প্রশ্নবাণের মুখে পড়া অবধারিতই ছিল। দিনের শেষে দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এসে সেই প্রশ্ন ঝড়ের মুখে পড়তে হয়েছিল তামিমকেই। ধেয়ে যাওয়া কঠিন কঠিন সব প্রশ্নের উত্তর মুখ গোমড়া করেই দিচ্ছিলেন এই ওপেনার। পুরো সংবাদ সম্মেলনে তার সেই অন্ধকার মুখে হাসি ফুটল শুধু একবারই।

সেই হাসি ফোটালেনও একজন পাকিস্তানি সাংবাদিক। যার প্রশ্নে রাওয়ালপিন্ডি টেস্ট ছিলই না। তার জিজ্ঞাসা ছিল অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল নিয়ে। টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হতে হতে পচেফস্ট্রুমে ভারতকে ১৭৭ রানে অলআউট করে দিয়েছে বাংলাদেশের যুবারা। ছোট টাইগাররা জয়ের পথে তখনই অনেকটা এগিয়ে গেছে ধরে নিয়ে তামিমের মন্তব্য জানতে চেয়েছিলেন ওই পাক সাংবাদিক। তামিম সঙ্গে সঙ্গেই বলে দেন, 'খেলা তো এখনো শেষ হয়নি। তবে আশা করি, ওরাই জিতবে।' পাকিস্তানি সাংবাদিক এরপর যা বলেন, তাতেই বিমর্ষ তামিমের মুখে হাসি ফোটে, 'আজ কিন্তু পুরো পাকিস্তান বাংলাদেশকেই সমর্থন করছে।' শত্রু ভারতের হারে উল্লসিত হওয়ার ব্যাপারটিও ফুটে উঠেছে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানিদের মন্তব্যে। বড়দের ব্যর্থতার দিনে ছোটদের সাফল্য হোটেলে টিভিতে দেখেছেন তামিমরা। দেশের গন্ডি পেরিয়ে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের ব্যাপক সমর্থন পাওয়ার খবরই সংবাদ সম্মেলনে একটুখানি হাসাতে পেরেছিল তামিমকে। বাকি সময়ের পুরোটা ধরেই মলিন মুখে ব্যর্থতার ব্যাখ্যা দিয়ে যেতে হচ্ছিল তাকে।