ভারতকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ

ছবি: আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে ১৩১ রানে পরাজিত হয় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। ফলে শিরোপা জয়ের স্বপ্ন সেখানেই ধূলিসাৎ হয় তাদের। এরপর গত বছর এশিয়া কাপের ফাইনালেও ভারত জুজু কাটাতে ব্যর্থ হয় আকবর আলীরা। সেই ম্যাচে ৫ রানে হেরে স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে মাঠ ছাড়ে যুবারা।
এমনকি ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালেও ভারতকে প্রতিপক্ষ হিসেবে পায় বাংলাদেশ যুবারা। একই ফলাফলের পুনরাবৃত্তি হয় এবারও। প্রিয়াম গার্গের দলের কাছে ৬ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ক্রিকেট বিধাতা মুখ তুলে চেয়েছেন আকবরদের প্রতি।
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। আর এরই সঙ্গে প্রথবারের মতো বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নেয় তারা। এটি আইসিসি আয়োজিত যেকোনো ইভেন্টে বাংলাদেশের সেরা সাফল্য। একই সঙ্গে তামিম, মুশফিকদের মতো সিনিয়ররা যা পারেননি সেটাই করে দেখালেন আকবর-সাকিবরা।
তবে একটা সময় ম্যাচের পাল্লা ভারতের দিকেই ছিল। কারণ ভারতের দেয়া ১৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে লেগ স্পিনার রবি বিষ্ণয়ীর বোলিং তোপে ১০২ রানের মাথায় ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
এরপরই অবশ্য ইমন এবং অধিনায়ক আকবরের ব্যাটে ঘুরে দাঁড়ায় যুবারা। এই দুই ব্যাটসম্যান ৪১ রানের জুটি গড়ে দলকে খাদের কিনারা থেকে উঠিয়ে নিয়ে আসেন। একই সঙ্গে দলের জয়ের আশা জাগিয়ে তোলেন তাঁরা।

১৪৩ রানের মাথায় আকাশ সিংয়ের হাতে ক্যাচ বানিয়ে ইমনকে সাজঘরে পাঠান ১৮ বছর বয়সী লেগ স্পিনার ইয়াশাভি জাইসওয়াল। ফলে ৪৭ রানের দারুণ ইনিংসটির সমাপ্তি ঘটে ইমনের। ৭ উইকেট হারিয়ে ফেলার পর টেইল এন্ডার রকিবুলকে নিয়ে লড়াই চালিয়ে যান অধিনায়ক আকবর।
মাঝে বৃষ্টির কারণে কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর আবারো ব্যাটিংয়ে নামেন আকবর এবং রকিবুল। সেসময় বৃষ্টি আইনে বাংলাদেশের জয়ের জন্য ৩০ বলে ৭ রান প্রয়োজন ছিল। এরপর খেলতে নেমে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে অবিস্মরণীয় এক জয় এনে দিয়ে মাঠ ছাড়েন আকবর। ৪৩ রানে অপরাজিত থাকেন তিনি।
এদিন পচেফস্ট্রুমের সেনওয়েজ পার্কে অনুষ্ঠিত ফাইনালে শুরুতে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ যুব দলের অধিনায়ক আকবর আলী। এরপর খেলতে নেমে শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং অভিষেক দাসদের বোলিং তোপে মাত্র ১৭৭ রানে অলআউট হয় ভারত অনূর্ধ্ব ১৯ দল।
৯ ওভার বোলিং করে ৪০ রান খরচায় ৩ উইকেট শিকার করেন ডানহাতি পেসার অভিষেক। অপরদিকে ২টি করে উইকেট নেন বাকি দুই পেসার শরিফুল এবং সাকিব। এছাড়া রকিবুল হাসান পান একটি উইকেট।
বাংলাদেশ যুবাদের দুর্দান্ত বোলিংয়ের সামনেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন ভারতের ওপেনার ইয়াশাভি জাইসওয়াল। ১২১ বলে এক ছক্কা এবং ৮ চারের সাহায্যে ৮৮ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান তিলক ভার্মা।
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারত অনূর্ধ্ব ১৯ঃ ১৭৭/১০ (৪৭.২ ওভার) (জাইসওয়াল ৮৮, ভার্মা ৩৮; অভিষেক ৩/৪০, সাকিব ২/২৮)
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ঃ ১৭০/৭ (৪২.১ ওভার) (ইমন ৪৭, আকবর ৪৩* ; বিশ্বনী ৪/৩০)
ফলাফলঃ বৃষ্টি আইনে বাংলাদেশ বিজয়ী