তামিম বললেন, টেস্টে ৩৪-৩৫ রান করাটাও কঠিন
ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ ক্রিকেট লিগে ৩৩৪ রানের মহাকাব্যিক ইনিংস খেলে পাকিস্তানের বিমান ধরেন তামিম ইকবাল। প্রায় ১১ মাস পরে টেস্ট খেলতে নামা তামিমের ওপর প্রত্যাশার পারদ ছিল পাহাড় সমান। যদিও নিদারুণ ব্যর্থ দেশ সেরা এই ওপেনার। দুই ইনিংসে করেছেন ৩ ও ৩৪ রান। প্রথম ইনিংস নিয়ে তামিমের তেমন আক্ষেপ না থাকলেও ৩৪ রানের ইনিংসটি নিয়ে দারুণ আক্ষেপ তাঁর।
টেস্ট ম্যাচের শুরুতে ব্যাটিংয়ে নেমে উইকেটের আচরণ বুঝতে কিছুটা সময় লাগে ব্যাটসম্যানদের। তাই সেই ইনিংসে রান না পেলেও আফসোস নেই তাঁর।

তামিম বলেন, 'প্রথম ইনিংসে যখন আমি আগে আগে আউট হয়ে গেছি, টেস্ট ক্রিকেটে এমন হবেই। ৩৪-৩৫ রান করাটাও খুব কঠিন টেস্ট ক্রিকেটে, যখন আপনি প্রথমে ব্যাটিংয়ে নামবেন তখন।'
দ্বিতীয় ইনিংসে রান বড় না করতে পারার ব্যাখ্যায় তিনি বলেন, 'পরিশ্রম না করে যদি আপনি বড়টা না করেন, সেটা আরও বেশি হতাশাজনক। আমি বলেন বা দলের পক্ষ থেকে যারাই আছে, দুই-তিনটা ত্রিশ-পয়ত্রিশের রান ছিল, যা আসলে বড় হওয়ার দরকার ছিল।
ওদের কথা যদি বলি, ওদের যে রান করেছে সে বড় রান করেছে, যে রান করেনি, সে দ্রুত আউট হয়ে গিয়েছে। দুই দলের মধ্যে এটাই একটা পার্থক্য।'
সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমহীন টাইগার টপ অর্ডারে তামিমই ছিলেন ভরসার মূল কেন্দ্রবিন্দুতে। সিনিয়র ব্যাটসম্যান হিসেবে দ্বিতীয় ইনিংসে রান না বাড়ানোর আক্ষেপ নিয়ে তামিম আরও বলেন, 'আমি আজকে সেট হয়ে গেছিলাম। সাধারণত প্রথম ইনিংসে দ্রুত আউট হলে তেমন বড় সমস্যা হয় না।
প্রথম ইনিংসে আপনি দ্রুত আউট হতেই পারেন। আমি সেট ছিলাম, আরও সময় ব্যাটিং করা উচিত ছিল কারণ আমি সিনিয়র। আমরা সবাই ভুল করি। ভুল করেছি বলেই দল এই পরিস্থিতিতে।'