তামিম-সাইফের জুটির রেকর্ড

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের মাটিতে টেস্টে ওপেনিং জুটির রেকর্ড গড়েছে বাংলাদেশ। রাওয়ালপিণ্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল এবং সাইফ হাসান ৩৯ রানের উদ্বোধনী জুটি গড়েন। ফলে হান্নান সরকার এবং জাভেদ ওমর বেলিমের ২৮ রানের জুটির রেকর্ডটি টপকে যান তাঁরা।
২০০৩ সালে মুলতান টেস্টে খেলতে নেমে এই রান করেন হান্নান-বেলিম। এবার ১৭ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে গিয়ে রেকর্ডটি নতুন করে লিখলেন তামিম এবং সাইফ।

অবশ্য পাকিস্তানের মাটিতে সর্বোচ্চ উদ্বোধনী রানের জুটি গড়লেও নাজুক অবস্থায় রয়েছে বাংলাদেশ। আজহার আলীদের বিপক্ষে প্রথম ইনিংসে টস হেরে ব্যাটিং করতে নেমে মাত্র ২৩৩ রানে অলআউট হয় তারা।
জবাবে খেলতে নেমে শান মাসুদ এবং বাবর আজমের জোড়া সেঞ্চুরিতে ৪৪৫ রান সংগ্রহ করে পাকিস্তান। ফলে ২১২ রানের লিড পায় সফরকারীরা। এরপর তামিম এবং সাইফের ব্যাটে দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো করে বাংলাদেশ।
কিন্তু ৩৯ রানের মাথায় সাইফকে বোল্ড করে এই জুটি ভাঙেন পাকিস্তানের পেসার নাসিম শাহ। ৫৩ রানের সময় ইয়াসির শাহর বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তামিম প্রথম ইনিংসে ৩ রানে আউট হওয়া এই ওপেনার এবার আউট হন ৩৪ রান করে।