promotional_ad

আফ্রিদি-শচিনকে ছাড়িয়ে নেপালি ব্যাটসম্যানের বিশ্বরেকর্ড

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ওয়ানডে অভিষেকেই বিশ্বরেকর্ড গড়েছেন নেপালের ব্যাটসম্যান কুশল মাল্লা। ওয়ানডেতে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে হাফ সেঞ্চুরি করার কীর্তি গড়েন তিনি। শনিবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাত্র ১৫ বছর ৩৪০ দিন বয়সে হাফসেঞ্চুরি তুলে নেন বাঁহাতি ব্যাটসম্যান মাল্লা। 


ফলে দুই কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকার এবং শহিদ আফ্রিদিকে ছাড়িয়ে গেছেন মাল্লা। ফয়সালাবাদে ১৯৮৯ সালে প্রথম ম্যাচে ১৬ বছর ২১৩ দিন বয়সে পাকিস্তানের বিপক্ষে ৫৯ রান করেন শচীন। 



promotional_ad

অপরদিকে ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ বছর ২১৭ দিনে হাফ সেঞ্চুরি করেন পাকিস্তানের অলরাউন্ডার আফ্রিদি। এবার এই রেকর্ডটি নতুন করে লেখালেন নেপালি ব্যাটসম্যান মাল্লা।


মাল্লার আগে শচিন এবং আফ্রিদিকে ছাড়িয়ে এই রেকর্ড নিজের করে নিয়েছিলেন নেপালেরই আরেক ব্যাটসম্যান রোহিত পাউডেল। ১৬ বছর ১৪৬ দিন বয়সে হাফ সেঞ্চুরি করেন তিনি।  


শনিবার নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টুয়ের ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে নামে স্বাগতিকরা। এই ম্যাচে ৫১ বলে চারটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৫০ রানের ইনিংস খেলেন মাল্লা।



এছাড়াও ৫৯ রানের ইনিংস খেলেন বিনোদ ভাণ্ডারি। এই দুই ব্যাটসম্যানের ব্যাটে ভর করে ১৯০ রানের পুঁজি পায় নেপাল। পরবর্তীতে খেলতে নেমে ২৮ বছর বয়সী অলরাউন্ডার করন কেসির বোলিং তোপে ১৫৫ রানে অলআউট হয় যুক্তরাষ্ট্র। ফলে ৩৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে নেপাল। মাত্র ১৫ রান খরচায় ৪ উইকেট শিকার করেন কেসি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball