পেসারদের গতির সীমারেখা জানালেন গিবসন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের পেসারদের গতি অন্তত ১৩০ কিলোমিটার হওয়া উচিত বলে মনে করেন পেস বোলিং কোচ ওটিস গিবসন। তাঁর মতে এবাদত-রুবেলরা নিয়মিত এই গতিতে বোলিং করতে পারলে সাফল্য বয়ে আনতে সক্ষম হবে।
পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিণ্ডি টেস্ট দিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে যাত্রা শুরু হয়েছে ক্যারিবিয়ান কোচ গিবসনের। নিজের প্রথম অ্যাসাইনমেন্টে পেসারদের মানসিকতা এবং দক্ষতা বোঝার চেষ্টা করছেন তিনি।

রাওয়ালপিণ্ডি টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে গিবসন বলেন, 'আমি মনে করি আমাদের অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। আমাদের বেশিরভাগ পেসার ১৩০-১৪০ গতিতে বল করেছে। এবাদত ১৪০ গতিতে বল করতে সক্ষম। যদি কেউ ১৩০ গতিতে বল করতে পারে তাহলে সেটা ঠিক আছে। আমাদের কিছু বোলারদের মধ্যে এমনটা আজ দেখা গেছে।'
বাংলাদেশে বরাবরই ফ্ল্যাট উইকেটে খেলে অভ্যস্ত রুবেল-এবাদত-রাহিরা। সেই কারণে বিদেশে খেলতে গেলে সেখানে কিছুটা সংগ্রাম করতে হয় তাদেরকে। এক্ষেত্রে গিবসন পরামর্শ দিয়েছেন পেসারদের নিয়ে আলাদা ক্যাম্প করানোর।
তিনি বলেন, 'দেশের বাইরে পেসাররা মূল চ্যালেঞ্জের মুখোমুখি হয়। আমরা এমন জায়গা থেকে এসেছি যেখানে উইকেট অনেক ফ্ল্যাট। পেসারদের জন্য কন্ডিশন একটি মানসিক বিষয় হিসেবে কাজ করে। এই ছেলেরা বাংলাদেশের ফ্ল্যাট পিচে খেলে অভ্যস্ত। আমরা যদি তাদেরকে বাংলাদেশের বাইরে নিয়ে যেতে পারি এবং ক্যাম্প করাতে পারি, তারা বুঝতে পারবে বিশ্বের বাকি দেশে বল কতটা সুইং করে।'