promotional_ad

ভঙ্গুর ব্যাটিং লাইন কিন্তু বাংলাদেশের ভাব বিশ্ব সেরার!

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি ডেস্ক ||


অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বাংলাদেশের ব্যাটিং লাইনে মায়াঙ্ক আগরওয়াল ও রোহিত শর্মার মতো ওপেনাররা এসে গেছেন। যাঁরা দুজন মিলে গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাখাপত্তম টেস্টে ভারতকে দিয়েছিলেন ৩১৭ রানের সূচনা। রোহিত ১৭৬ রান করে আউট হয়ে গেলেও আগরওয়াল করেছিলেন ডাবল সেঞ্চুরি (২১৫)।


নভেম্বরে এই ওপেনারের ব্যাটের তোপে পুড়েছে বাংলাদেশও, করেছিলেন আরেকটি ডাবল সেঞ্চুরি (২৪৩)। রোহিত-আগরওয়ালরা ব্যর্থ হলেও আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারতকে সাফল্যে রাঙিয়ে দিতে ব্যাটিং অর্ডারে পর পর আছেন চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানেরা।


এমন জমাট ব্যাটিং লাইন যে অদূর ভবিষ্যতে এটি বদলানোর বিশেষ কোনো প্রয়োজন পড়বে বলে মনে হয় না। ভারতের ব্যাটিং লাইন যতটা মজবুত, বাংলাদেশের ঠিক ততটাই ভঙ্গুর ও নড়বড়ে। সাম্প্রতিক সময়ে এটি টাইগারদের টেস্ট ব্যাটিংয়ের বাস্তব চিত্র হলেও তাদের ভাবখানা এমন যে বিশ্বসেরা ব্যাটিং অর্ডার নিয়ে যেন বসে আছে তারা।


না হলে দেশের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে দেশের মাটিতে জিম্বাবুয়ে টেস্টে খেলাতে এত অনীহা কেন? যদিও সরাসরি সে কথা কেউ বলছেন না কিন্তু হাবেভাবে সেটি ঠিকই ফুটে উঠছে। হেড কোচ রাসেল ডমিঙ্গোর বক্তব্যেও ২২ ফেব্র“য়ারি থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ে ম্যাচে মুশফিকের খেলা নিয়ে অনিশ্চয়তা রেখে দিয়েছে। 


promotional_ad

যুক্তি হল নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় পাকিস্তান না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া মুশফিককে রাওয়ালপিন্ডির পর এপ্রিলের প্রথম সপ্তাহে করাচী টেস্টেও পাওয়া যাবে না। এর মাঝখানে শুধু জিম্বাবুয়ের বিপক্ষে এক টেস্টে ব্যাটিং অর্ডার বদলালে যেন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এবং ব্যর্থতার অথৈ সাগরে হাবুডুবু খাবে টাইগাররা, এমন মনোভাবই পোষণ করেছেন ডমিঙ্গো।


অথচ সবশেষ টেস্ট সিরিজেও দলের সেরা ব্যাটসম্যান এই মুশফিক। নভেম্বরে ভারতের বিপক্ষে ইন্দোর টেস্টের দুই ইনিংসে করেছিলেন ৪৩ ও ৬৪ রান। কলকাতায় গোলাপি বলে ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্টের প্রথম ইনিংসে খালি হাতে ফিরলেও পরে খেলেছিলেন ৭৪ রানের ইনিংস। 


টেস্টে যে দলের সবশেষ চারটি ইনিংস ১৫০, ২১৩, ১০৬ ও ১৯৫ রানের, তারাই কিনা মুশফিকের মতো ব্যাটসম্যানকে বাইরে রেখে ঘরের মাঠে জিম্বাবুয়ে টেস্ট খেলতে চায়? অবিশ্বাস্য এবং বিস্ময়কর ব্যাপার নিঃসন্দেহে।


দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে নিয়ে রাওয়ালপিন্ডি যাওয়ার আগের দিন দক্ষিণ আফ্রিকান হেড কোচ বলে গেছেন, ‘আমাদের মনে রাখতে হবে যে মুশফিক সবশেষ ম্যাচে রান পেয়েছে। আবার একই সঙ্গে এটিও আমাদের বিবেচনা করতে হবে যে একটি ব্যাটিং লাইনআপ ঠিক করা।`


`এক ম্যাচের জন্য এটি বদলে আবার তৃতীয় টেস্টের জন্য পরিবর্তন আনা (কঠিন)। আমি ছেলেদের টানা খেলার সুযোগ দিতে চাই। আবার এটিও আমাদের বিবেচনায় রাখতে হবে যে ভারতে মুশফিক ছিল আমাদের সেরা ব্যাটসম্যান।’


সেরা ব্যাটসম্যান মানছেন এবং সেটি বিবেচনায় রাখার কথাও বলছেন কিন্তু আবার ব্যাটিং অর্ডারও বদলাতে চাচ্ছেন না। আবার যে ব্যাটিং অর্ডার ধরে রাখতে চান, সেটিরও তো সফল হওয়ার নিশ্চয়তা নেই কোনো। তাহলে কিসের জোরে মুশফিককে নিয়ে হঠাৎ নাটকের দরজা খুলে দেওয়া? আবার এই খবরও ছড়িয়ে পড়েছে যে পাকিস্তান না যাওয়ার শাস্তি হিসেবেই মুশফিকের বিরুদ্ধে এই ব্যবস্থা।


বোর্ড সভাপতি নাজমুল হাসানও কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুশফিকের না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে। যদিও সে কথা কেউ আনুষ্ঠানিকভাবে বলবেন না স্বাভাবিক। আবার ব্যাটিং অর্ডার অপরিবর্তিত রাখার কথা বলে সেটিকে আড়াল করার চেষ্টাও যুক্তির ভিত খুঁজে পাচ্ছে না কিছুতেই। দল রান করতে পারে না আবার সেরা ব্যাটসম্যানকেও খেলাতে চায় না। এ যেন উদোম শরীরে কারো মুকুট পরে নাঁচার চেষ্টার মতোই!   



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball