নতুন উদ্বোধনি জুটি নিয়ে কিউইদের মুখোমুখি ভারত

ছবিঃ- বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে বুধবার (৫ ফেব্রুয়ারি)। হ্যামিল্টনে দুই দল মুখোমুখি হবে বাংলাদেশ সময় সকাল আট টায়। এই সিরিজে নতুন উদ্বোধনি জুটি নিয়ে নামছে ভারত।
 
নিয়মিত ওপেনার রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান ইনজুরির কারণে দলে নেই। ফলে এই ম্যাচে ভারতের হয়ে ওপেন করবেন পৃথ্বী শ এবং মায়াঙ্ক আগারওয়াল। দুজনেরই ওয়ানডে অভিষেক হচ্ছে এই ম্যাচে।


এদিকে কাঁধের ইনজুরির কারণে সিরিজের প্রথম দুই ম্যাচ খেলতে পারবেন না কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। তার বদলে প্রথম দুই ওয়ানডের জন্য স্কোয়াডে ডাকা হয়েছে বাঁহাতি ব্যাটসম্যান মার্ক চাপম্যানকে। নেতৃত্বভার সামলাবেন টম লাথাম।


promotional_ad

গত বছরের ২৫ নভেম্বর শেষবার ম্যাচ জিতেছিল নিউজিল্যান্ড। এরপর টেস্ট এবং টি-টোয়েন্টি মিলিয়ে একটানা নয়টি ম্যাচ হারে কেন উইলিয়ামসনবাহিনী। 


এর মধ্যে ভারতের বিপক্ষে একটানা পাঁচটি টি-টোয়েন্টি হারে তারা। ইনজুরির কারণে কিউইদের হয়ে এই সিরিজে নেই ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন এবং ম্যাট হেনরি। সব মিলিয়ে ভীষণ চাপে ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে নিউজিল্যান্ড।


ভারত ওয়ানডে স্কোয়াডঃ বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বি শ, লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার, মানিশ পান্ডে, রিশভ পান্ত, শিভম দুবে, কুলদীপ যাদব, যুবেন্দ্র চাহাল, রবীন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, নবদ্বীপ সাইনি, শার্দুল ঠাকুর ও কেদার যাদব।


নিউজিল্যান্ড ওয়ানডে স্কোয়াডঃ কেন উইলিয়ামসন (অধিনায়ক), হামিশ বেনেট, টম ব্লান্ডেল, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, কাইল জামিসন, স্কট কুগেলেইন, টম লাথাম, জিমি নিশাম, হেনরি নিকলস, মিচেল সান্টনার, ইস সোধি (শুধু প্রথম ওয়ানডের জন্য), টিম সাউদি ও রস টেলর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball