promotional_ad

গুরুদায়িত্ব সামলাতে পারবেন মিঠুন?

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়াই পাকিস্তানের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। সিনিয়র এই ক্রিকেটারের অনুপস্থিতিতে মিডল অর্ডার সামলে নেয়ার গুরুদায়িত্ব পড়েছে মোহাম্মদ মিঠুনের কাঁধে।


মুশফিকের অভাব পূরণ করে পাকিস্তানকে ঘরের মাঠে পরাজিত করা বেশ কষ্টসাধ্য। যদিও নিজেদের সামর্থ্যের সেরাটা বিলিয়ে দিতে পারলে কিছুই অসম্ভব নয়, মনে করছেন মিঠুন।



promotional_ad

পাকিস্তানের উদ্দেশে রওনা দেয়ার আগে মিঠুন বলেন, 'অবশ্যই মুশফিক ভাই বা সাকিব ভাই- তাদের যে অভিজ্ঞতা বা তাদের সবশেষ ৫-৭ বছরের যে পারফরম্যান্স...উনাদের মতো খেলোয়াড় না থাকা আমাদের মতো একটা দলকে মিস করতেই হয় সবসময়।


তাদের শূন্যস্থান পূরণ করাও কঠিন। তারপরও আমরা যারা আছি যদি সেরাটা দিতে পারি হয়তবা ভালো কিছু ???বে।'


মুশফিকের জায়গায়, অর্থাৎ পাঁচ নম্বরেই ব্যাটিং করতে হবে মিঠুনকে। বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো এই ব্যাপারে আগেই নিশ্চয়তা দিয়েছেন। সিরিজ শুরুর আগ থেকে ব্যাটিং পজিশন জানার কারণে সন্তুষ্ট মিঠুন।



তিনি বলেন, 'এটা অবশ্যই আমাদের জন্য ইতিবাচক। কারণ ব্যাটিং অর্ডার আগে থেকে জানা থাকলে নিজ থেকেও কিছুটা গুছিয়ে নেয়া যায়। এটার ধারাবাহিকতা ধরে রাখা উচিত।'


দুই দিন আগে ডমিঙ্গো বলেছিলেন, 'এই মুহূর্তে ঠিক করা আছে, মুমিনুল চারে ব্যাট করবে। আমি হয়তো শান্তকে তিনে খেলাব। তামিমের সঙ্গে ওপেন করবে সাইফ। পাঁচ-ছয়ে খেলতে পারে মোহাম্মদ মিঠুন ও মাহমুদউল্লাহ রিয়াদ। লিটন সম্ভবত খেলতে পারে সাতে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball