এবাদতের বাড়তি মনোযোগ ধারাবাহিকতায়

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলতে যাওয়ার আগে ধারাবাহিকতায় নজর দিয়েছেন বাংলাদেশের পেসার এবাদত হোসেন।
পাকিস্তানের উদ্দেশে রওনা দেয়ার আগে এবাদত বলেন, 'টি-টোয়েন্টিতে ২৪ বলের মধ্যে আমাকে সব কিছু করতে হবে। টেস্টে দেখেন অনেকক্ষণ বল করার সুযোগ থাকে।

টেস্টে ধারাবাহিকতা হচ্ছে আসল ব্যাপার। ওটা নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে কাজ করেছি। তো দেখা যাক কী হয়।'
পাকিস্তানের মাটিতে সাধারণত ব্যাটিং সহায়ক উইকেট হয়ে থাকে। এমন উইকেটে বোলারদের লম্বা সময় ধরে একই জায়গায় বল করতে হয়।
লাইন-লেংথ ঠিক রেখে লম্বা সময় ধরে বোলিং করাটাই সাফল্যের পাথেয়। এ কারণে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম লেগের ম্যাচে ধারাবাহিকতায় বাড়তি নজর দেন এবাদত।
তিনি আরও বলেন, 'পাকিস্তানের উইকেট মোটামুটি ব্যাটিং সহায়ক হয়। তো ওভাবে আমরা প্রস্তুতি নিয়েছি যদি ব্যাটিং সহায়ক হয় কী রকম আক্রমণ করতে হবে। আমরা বিসিএলের একটা ম্যাচ খেলেছি ওখানে চেষ্টা করেছি নিজের সেরাটা দেয়ার এবং ঠিকঠাক মতো প্রস্তুতি নেয়ার।'