promotional_ad

৪ মাস আগেই অস্ট্রেলিয়ার ভাবনায় বাংলাদেশ সিরিজ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি ডেস্ক ||


শেষবার বাংলাদেশে খেলতে হেসে বড় ক্ষত নিয়ে দেশে ফিরেছিল অস্ট্রেলিয়া। দুই বছর পর আবারও বাংলাদেশে খেলতে আসবে অজিরা। জুনে অনুষ্ঠিত হতে যাওয়া টেস্ট সিরিজের জন্য এবার আগে থেকেই পরিকল্পনা সাজাতে শুরু করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।


দল গঠনের ক্ষেত্রে বাড়তি মনোযোগ দিচ্ছে অস্ট্রেলিয়া। তাই চার মাস আগে পেস বোলিং অলরাউন্ডারের স্থানের জন্য অস্ট্রেলিয়া 'এ' দলে ডাকা হয়েছে ময়সেস হেনরিকসকে। ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ২২ ফেবরুয়ারি থেকে শুরু হওয়া সিরিজের দলে রাখা হয়েছে সিডনি সিক্সার্সের অধিনায়ককে। 



promotional_ad

২০১৬ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলেছেন হেনরিকস। ৪ বছর পর আবারও সুযোগ রয়েছে টেস্ট দলে ফেরার। বাংলাদেশের বিপক্ষে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পেতে তাকে প্রতিযোগিতা করতে হবে মার্কাস স্টয়নিস এবং মিচেল মার্শের সঙ্গে।


এই তিন অলরাউন্ডারকে পরখ করে দেখছে অস্ট্রেলিয়া। গেল শেফিল্ড শিল্ডে ৫৬.৬২ গড়ে ৪৫৩ রান করেছেন হেনরিকস। সেই সঙ্গে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে অস্ট্রেলিয়া 'এ' দলের নেতৃত্ব তুলে দেয়া হয়েছে তার কাঁধে।


হেনরিকসের পাশাপাশি লেগ স্পিনার মিচেল সোয়েপসনকেও স্কোয়াডে রেখেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে অফ স্পিনার লাথান লায়নের সঙ্গী হিসেবে সোয়েপসনকেও নিয়ে আসার পরিকল্পনা করছে অজিরা।



এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে  সিরিজের তৃতীয় টেস্টের স্কোয়াডে ডাকা হয়েছিল এই লেগ স্পিনারকে। তবে তাকে কোনো ম্যাচে মাঠে নামায়নি অজিরা। এর আগে ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের স্কোয়াডে ছিলেন তিনি। 


চলতি বছর জুন-জুলাইয়ে বাংলাদেশে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে আসবে অস্ট্রেলিয়ার। এর আগে ২০১৭ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল অজিরা। সেবার ১-১ ব্যবধানে ড্র হয় সিরিজটি। সিরিজের প্রথম টেস্টে হারের স্বাদ পায় অজিরা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball