২০০ ওভার বোলিং করে সফল রাজা

ছবি: ছবিঃ টুইটার

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট ম্যাচে বল হাতে আট উইকেট নিয়েছেন সিকান্দার রাজা। জিম্বাবুয়ের এই ক্রিকেটার এতদিন ব্যাটসম্যান হিসেবে পরিচিতি পেলেও এবার নিজের বোলিং প্রতিভা দেখিয়েছেন। হারারে টেস্ট শেষে জানা গেল, নেটে ২০০ ওভার বোলিং করেই সফল হয়েছেন সিকান্দার।
ম্যাচ শেষে তিনি বলেন, 'আমি আমার সবটুকু নিঙরে দিচ্ছি। প্রতিদিন আমি কঠোর পরিশ্রম করার চেষ্টা করছি। কয়েকটি সিরিজে আমি খেলতে পারিনি। আমি ব্যাটিংয়ের সঙ্গে বোলিং করার চেষ্টাও করছি।

এই টেস্টের জন্য যখন আমি প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আমি দুইশ ওভার বোলিং করেছি। আমি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দিকেও নজর রাখছি। সামনের সিরিজেও নজর রাখছি।'
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচটি ড্র করলেও প্রথম ম্যাচ হেরে যায় জিম্বাবুয়ে। এ কারণে দ্বিতীয় ম্যাচ ড্র করেও সিরিজ পরাজয় এড়াতে পারেনি তারা।
দ্বিতীয় ম্যাচে দারুণ অলরাউন্ড প্রতিভা দেখিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন সিকান্দার। ব্যাট হাতে দুই ইনিংসে করেছেন ৭২ ও ৩৪ রান। বল হাতে প্রথম ইনিংসেই নিয়েছেন সাত উইকেট!
ছয় নম্বরে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতি স্পিনেও সমানভাবে কার্যকরী এই জিম্বাবুইয়ান। এখন পর্যন্ত খেলা ১৪ টেস্ট ম্যাচে নিয়েছেন ৩১ উইকেট।