বাংলাদেশের বিপক্ষে টেস্ট দল ঘোষণা পাকিস্তানের

ছবি: ছবি- সংগৃহী???

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৬ সদস্যের এই স্কোয়াডে ফিরেছেন অফ স্পিনার বিলাল আসিফ। একই সঙ্গে সুযোগ পেয়েছেন ফাহিম আশরাফ।
কাইদ-ই আজম ট্রফিতে ৯ ম্যাচে ৪৩ উইকেট শিকার করেন বিলাল। অপরদিকে টুর্নামেন্টের ফাইনালে নর্দানের বিপক্ষে ৬ উইকেট নেন ফাহিম আশরাফ। দারুণ এই পারফরম্যান্সের সুবাদে বাংলাদেশের বিপক্ষে টেস্টে ডাক পেয়েছেন তারা।

অপরদিকে স্কোয়াড থেকে বাদ পড়েছেন কাশিফ ভাট্টি এবং উসমান খান শিনওয়ারি। শ্রীলঙ্কার বিপক্ষে গত টেস্ট সিরিজের স্কোয়াডে ছিলেন তারা। সেই সিরিজে উসমান খেললেও মাঠে নামা হয়নি কাশিফের।
আগামী ৭ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে মাঠে নামবে পাকিস্তান। গত মাসেই টি-টোয়েন্টি সিরিজ খেলতে প্রথম দফায় পাকিস্তান সফরে যায় বাংলাদেশ। সেই সিরিজটি ২-০ তে হারে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
পাকিস্তান টেস্ট স্কোয়াডঃ
আজহার আলী (অধিনায়ক), আবিদ আলী, আসাদ শফিক, বাবর আজম, বিলাল আসিফ, ফাহিম আশরাফ, হারিস সোহেল, ইমাম-উল হক, ফাওয়াদ আলম, ইমরান খান সিনিয়র, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, ইয়াসির শাহ।