ভবিষ্যত নিয়ে ডমিঙ্গোর সঙ্গে মাশরাফির বৈঠক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
শুক্রবার (৩১ জানুয়ারি) প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে বৈঠকে করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়ালটন মধ্যাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের মধ্যকার ম্যাচ চলছিল। বিসিএলের এই চলাকালীন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের কক্ষে বসেই বৈঠক সারেন এই তিনজন।

যেখানে ডমিঙ্গোর সঙ্গে নিজের ভবিষ্যত নিয়ে খোলামেলা কথা বলেছেন মাশরাফি। বিশ্বকাপের পর এই প্রথম সবার সঙ্গে আলাদা করে বসলেন ওয়ানডে দলপতি। জানা গেছে, ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) জন্য প্রস্তুত হচ্ছেন তিনি।
ক্রিকফ্রেঞ্জিকে মিনহাজুদ আবেদিন বলেন, `মাশরাফি আজ প্রধান কোচের সঙ্গে সাক্ষাত করতে এসেছিল। ওর সঙ্গে বিশ্বকাপের পর আমাদের আর বসা হয়নি। সে জানিয়েছে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) জন্য প্রস্তুতি নিচ্ছে সে। তবে জিম্বাবুয়ে সিরিজ নিয়ে ওর সঙ্গে কোনো কথা হয়নি।'
নতুন বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে নাম না রাখতে অনুরোধ করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ১২ জানুয়ারি বোর্ড সভা শেষে একথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আগে থেকেই কেন্দ্রীয় চুক্তিতে ওয়ানডে অধিনায়ক মাশরাফির থাকা না থাকা নিয়ে ধোঁয়াশা ছিল। মাশরাফির অনুরোধ মেনে নিয়েছে বিসিবি। তাই এবার তাঁকে ছাড়াই কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা তৈরি করতে চলেছে বিসিবি।
নাজমুল হাসান বলেছিলেন, 'মাশরাফির সঙ্গে আমার কথা হয়েছে এই মিটিং শুরু হওয়ার আগে। সে বলেছে কেন্দ্রীয় চুক্তিতে তাকে না রাখতে। সে খেলার মধ্যে আছে কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চায় না। তাহলে অন্য নতুন কেউ সুযোগ পাবে। আমরা এটা মেনে নিয়েছি। কেন্দ্রীয় চুক্তিতে মাশরাফির নাম থাকছে না।'