promotional_ad

নিউজিল্যান্ড বাংলাদেশকে হারাতে পারবে নাঃ উইলকিন্স

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


চলমান অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স উপহার দিচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে কোয়ার্টার ফাইনালে উড়িয়ে দিয়ে এরই মধ্যে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা। 


আগামী ৬ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে সেমিফাইনাল খেলবে আকবরবাহিনী। এই ম্যাচের আগে ফলাফল নিয়ে ভবিষ্যতবাণী করেছেন জনপ্রিয় ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্স। পুরো টুর্নামেন্টে আধিপত্য দেখানো বাংলাদেশ যুবারা এই ম্যাচেও নিজেদের সামর্থ্যের দেখিয়ে ফাইনালে পা রাখবে বলে বিশ্বাস করেন তিনি। 



promotional_ad

উইলকিন্স বলেন, 'বাংলাদেশের এই দলটা সত্যিই খুব ভালো। আমি দেখতে পাচ্ছি তারাই ফাইনাল খেলবে। নিউজিল্যান্ড বাংলাদেশকে হারাতে পারবে না। নিউজিল্যান্ডের ক্রিকেট ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই বাংলাদেশ দল অনেক বেশি শক্তিশালী (নিউজিল্যান্ডের চেয়ে)।' 


৬৬ বছর বয়সী উইলকিন্সের মতে ব্যাটিং এবং বোলিংয়ে নিউজিল্যান্ডের চেয়ে অনেকটাই এগিয়ে আছে বাংলাদেশ যুবারা। আর সেই কারণে আকবরদের হারানো মতো কৌশল জানা নেই কিউইদের বলে উল্লেখ করেন তিনি। 


উইলকিন্স বলেন, 'এই দলের অনেক বেশি ব্যাকআপ আছে। সেটা হোক ব্যাটিং কিংবা বোলিংয়ে। তাই আমি মনে করি, নিউজিল্যান্ডের রুপকথার যাত্রা যতোই মধুর হোক না কেন, তাদের ভাণ্ডারে বাংলাদেশকে হারানোর মতো যথেষ্ঠ অস্ত্র নেই।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball