promotional_ad

সুপার ওভার আমাদের বন্ধু ছিল নাঃ উইলিয়ামসন

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ সুপার ওভারে গিয়ে হেরেছে নিউজিল্যান্ড। ম্যাচটি হেরে সিরিজ হাতছাড়া হয়ে গেছে স্বাগতিকদের। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন মনে করছেন, সুপার ওভার তাদের পক্ষে ছিল না।


ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনালে সুপার ওভারের নাটকীয়তায় হারে নিউজিল্যান্ড। ঘরের মাঠে সফরকারীদের বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচেও সেই সুপার ওভারেই হেরেছে তারা। তবে কিউই অধিনায়কের মতে, ম্যাচটি সুপার ওভারের আগেই শেষ করা উচিত ছিল তাদের।



promotional_ad

সুপার ওভারে আগে ব্যাটিং করে ভারতকে ১৮ রানের লক্ষ্য দেয় নিউজিল্যান্ড। রোহিত শর্মার বিধ্বংসী ব্যাটিংয়ে এই লক্ষ্য তাড়া করে ম্যাচ জিতে নেয় ভারত। সুপার ওভারে ম্যাচ গড়ানোর আগে ১৮০ রানের লক্ষ্য তাড়া করা নিউজিল্যান্ডের শেষ ৪ বলে ২ রান প্রয়োজন ছিল।


উইকেটে অভিজ্ঞ উইলিয়ামসন এবং রস টেলর থাকলেও মোহাম্মদ সামি দুই ব্যাটসম্যানকে আউট করে ম্যাচ টাই করেন। জয়ের অবস্থানে থেকেও ম্যাচটি বাঁচাতে পারেনি নিউজিল্যান্ড।


ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে কিউই অধিনায়ক বলেন, 'সুপার ওভার অবশ্যই আমাদের বন্ধু ছিল না। যদি আমরা সৎভাবে চিন্তা করি, আমার মনে হয় সুপার ওভারে গিয়ে ম্যাচ জেতার আগে আমাদের ম্যাচ জেতা উচিত ছিল। আমার মনে হয়, যদি ম্যাচটি নিয়ে চিন্তা করা হয়, এটা অসাধারণ একটি ম্যাচ ছিল।'



ইতোমধ্যে পাঁচ ম্যাচের সিরিজ হেরেছে নিউজিল্যান্ড। এখন হোয়াইটওয়াশ থেকে বাঁচার লড়াই স্বাগতিকদের। শুক্রবার (৩১ জানুয়ারি) সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball