promotional_ad

টেস্ট খেলতে না যাওয়ার কারণই নেইঃ পাপন

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


পাকিস্তানে পূর্ণাঙ্গ নিরাপত্তা পাওয়ায় টেস্ট খেলতে বাঁধা নেই বলে জানিয়েছেন নাজমুল হাসান পাপন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পাকিস্তানের নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁর বিশ্বাস দ্বিতীয় দফা সফরেও একই ধরণের নিরাপত্তা দেয়া হবে বাংলাদেশকে।  


নিরাপত্তা শঙ্কায় শুরু থেকেই পাকিস্তান সফরে অনিশ্চয়তা ছিল বাংলাদেশের। তবে শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে পূর্ণাঙ্গ নিরাপত্তার আশ্বাস পেয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যায় মাহমুদউল্লাহর দল। নির্বিঘ্নে সিরিজটি শেষ করে দেশে ফেরার পর এবার টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছে টাইগাররা। 



promotional_ad

নিরাপত্তা প্রশ্নে বিসিবি প্রধান বলেন, 'টি-টোয়েন্টি খেলতে গিয়ে একটা ব্যাপার বুঝেছি যে নিরাপত্তা পেয়েছি এরচেয়ে বেশি হতে পারে না। মানে আমাদের জানা মতে এরচেয়ে কিছু করা সম্ভব না। এখন একটা ঘটনা যেকোনো জায়গায় ঘটতে পারে, তবে ওরা যে নিরাপত্তা দিয়েছে তা সন্তোষজনক। এখানে কারো কোনো সন্দেহ থাকার সুযোগ নেই। আমি খেলোয়াড়দের সঙ্গেও কথা বলেছি। কারো কোনো শঙ্কা নেই যেহেতু তাই টেস্ট খেলতে না যাওয়ার কোনো কারণ নেই।


আগামী ৭ ফেব্রুয়ারি রাওয়ালপিণ্ডিতে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। ম্যাচটি আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় পিছু হটার সুযোগ নেই বলে মনে করেন নাজমুল হাসান। তাই যথাসময় পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে মুমিনুলরা বলে নিশ্চিত করেন তিনি।


পাপন বলেন,  'আমাদের প্রথম থেকেই একটা কথা ছিল যে নিরাপত্তা কেমন সেটা না গিয়ে দেখা পর্যন্ত আমরা স্বস্তি পাচ্ছিলাম না। ওরা জোর দিচ্ছিল টেস্ট খেলার জন্য। যেটা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আমরা বলে আসছিলাম যে প্রথমে টি-টোয়েন্টি খেলে দেখবো এরপরে ঠিক করবো। এটা আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ। পিছু হটার কোনো মানেই হয়না। তাই অবশ্যই আমরা টেস্ট খেলতে যাচ্ছি।' 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball