promotional_ad

বানরের আঁচড়ে বিশ্বকাপ শেষ অজি ওপেনারের!

ছবিঃ গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বানরের আঁচড়ের কারণে চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলতে পারছেন না জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। দেশে ফিরে যেতে হচ্ছে ১৭ বছর বয়সী অস্ট্রেলিয়ার এই ওপেনারকে।


গত শুক্রবার (২৪ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার কিম্বারলিতে দলের সঙ্গে ঘুরতে গিয়ে মুখে বানরের হামলার শিকার হন ফ্রেজার। সতীর্থদের সঙ্গে নিয়ে ঘোরার সময় তার মুখমণ্ডলে আঁচড় দেয় বানর।



promotional_ad

শুরুতে সেই আঁচড়কে পাত্তা দেননি ফ্রেজার। আঁচড় নিয়েই ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি খেলেছেন তিনি। তবে ফ্রেজারকে সতর্ক করেছেন দলের ডাক্তাররা। তাদের পরামর্শ অনুযায়ী দেশে ফিরে যাচ্ছেন ফ্রেজার। ভারতের বিপক্ষে ম্যাচটি শেষেই এই সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্টরা।


ফ্রেজার বলেন, 'আপনি কখনোই এভাবে টুর্নামেন্ট চলাকালীন ফিরে যেতে চাইবেন না। তবে আমি আত্মবিশ্বাসী বাকি থাকা দুই ম্যাচে ভালো খেলবে আমাদের দল। আমি যথাযথ চিকিৎসা নিয়ে দ্রুতই মাঠে ফিরে আসব।'


মাত্র ১৭ বছর বয়স বিশ্বকাপ দলে জায়গা করে নিয়ে আগেই আলোচিত হন ফ্রেজার। বিশ্বকাপের অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচে তাঁর ৮৪ রানের ইনিংসটি যথেষ্ট প্রশংসিত হয়।



গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভারতের অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৭৪ রানে হেরে কোয়ার্টার ফাইনালেই থেমে যায় অস্ট্রেলিয়ার যুবাদের এবারের বিশ্বকাপ যাত্রা। পঞ্চম স্থান নির্ধারণের জন্য অবশ্য দুইটি ম্যাচ খেলতে হবে তাদের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball